TRENDING:

নাসার নতুন পরীক্ষা, রং বদলাবে আকাশের !

Last Updated:

আকাশের রং যদি নীলের বদলে হয়ে যায় সাতরঙা ! না রামধনু নয়, বরং আকাশে ভেসে বেড়াতে পারে সাত রঙের মেঘ ৷ তাহলে কেমন হতো বলুনত তো?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ওয়াশিংটন: আকাশের রং যদি নীলের বদলে হয়ে যায় সাতরঙা ! না রামধনু নয়, বরং আকাশে ভেসে বেড়াতে পারে সাত রঙের মেঘ ৷ তাহলে কেমন হতো বলুনত তো?
advertisement

হ্যাঁ, এরকমই এক পরীক্ষা-নীরিক্ষা শুরু করল নাসা ৷ যা থেকে বদলে যেতে পারে আকাশের রং ৷ নাসা শুরু করতে চলেছে নতুন এক প্রকল্প ৷ যা কিনা কিছু মুহূর্তের জন্য বদলে দিতে পারে আকাশের মেঘের রং ৷ নাসার তৈরি করা একটি রকেট উৎক্ষেপনের সময় তৈরি হবে হরেক রঙের কৃত্রিম মেঘ ৷ এই মেঘ আকাশের কিছুটা এলাকায় ছড়িয়ে পড়বে ৷ আর মেঘ জুড়ে তৈরি হবে নানা রং ৷

advertisement

রবিবার এই রকেট উৎক্ষেপনের চেষ্টা করা হলেও, আবহাওয়া খারাপ থাকার জন্য তা সম্ভব হয়নি ৷ তবে আবহাওয়া ঠিক হলেই এই উৎক্ষেপন হবে শীঘ্রই৷ মূলত আমেরিকার পূর্ব উপকূল থেকেই দেখা যাবে এই রঙিন আকাশ !

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বিজ্ঞানিরা জানিয়েছেন, এই রকেট থেকে ১০টি কৌটো বেরিয়ে আসবে, যেগুলি থেকে নির্গত হবে ব্যারিয়াম, স্ট্রোনটিয়াম ও কুইপ্রিক অক্সাইডের মতো গ্যাসের বাষ্প। সেখান থেকে উৎপাদিত হবে নীল-সবুজ ও লাল রংয়ের কৃত্রিম মেঘ।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
নাসার নতুন পরীক্ষা, রং বদলাবে আকাশের !