TRENDING:

Modi Vs Trump: H1B ভিসা নিয়ে ট্রাম্পের ভয়ঙ্কর ঘোষণা! তার মাঝেই জানেন কী বললেন মোদি...নরম কথায় স্পষ্ট উত্তর

Last Updated:

প্রধানমন্ত্রী বলেন, ‘‘বিদেশের উপরে যত বেশি নির্ভরশীল হব আমরা, তত আমাদের দেশের ক্ষতি৷ বিশ্ব শান্তি, স্থায়িত্ব এবং উন্নয়নের জন্য আমাদের আত্মনির্ভর হতে হবে৷ আমরা যদি অন্যের উপরে নির্ভরশীল হয়ে পড়ি, তাহলে তা আমাদের আত্মবিশ্বাসের প্রতি আঘাত করা হবে৷ ১৪০ কোটি মানুষের ভবিষ্যৎ আমরা অন্য দেশের উপরে ছেড়ে দিতে পারি না৷’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
News18
News18
advertisement

বঢোদরা: এটা যেন ‘ট্যারিফ ২.০’৷ আমেরিকার অভিবাসী সমস্যার সমাধানে ট্রাম্পের বড়সড়ক্র্যাকডাউন’৷ শনিবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, এবার থেকে H1B ভিসার আবেদন করার জন্য সংশ্লিষ্ট আবেদনকারীকে ১, ০০,০০০ ডলার বার্ষিক ফি দিতে হবে মার্কিন প্রশাসনকে৷ আশঙ্কা, ট্রাম্পের এমন সিদ্ধান্তে বড়সড় সমস্যায় পড়তে পারেন সে দেশে কর্মরত ভারতীয় প্রযুক্তিবিদেরা৷ পড়াশোনা শেষে কর্মরত ব্যক্তিরা তো অবশ্যই৷ এমন যখন পরিস্থিতি তখন উল্লেখযোগ্য মন্তব্য শোনা গেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে৷

advertisement

এদিন গুজরাতে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে ভাবনগরে বক্তৃতা করার সময় মোদি বলেন, ‘‘বর্তমানে বিশ্ববন্ধুত্বের মানসিকতা নিয়ে এগোচ্ছে ভারত৷ বিশ্বে কোথাও আমাদের উল্লেখযোগ্য কোনও শত্রু নেই৷ আমাদের সবচেয়ে বড় শত্রু হল আমাদের অন্য দেশের উপরে নির্ভর করার অভ্যাস৷ এটাই ভারতের সবচেয়ে বড় শত্রু৷ আর আমরা সকলে একসাথে ভারতের এই শত্রুকে পরাস্ত করতে পারি৷’’

advertisement

আরও পড়ুন: আমেরিকায় আর চাকরি পাবে না ভারতীয়রাভয়ঙ্কর ঘোষণা করে দিল ট্রাম্প! একটা H1B ভিসার জন্য দিতে হবে ১,০০,০০০ ডলার

প্রধানমন্ত্রী বলেন, ‘‘বিদেশের উপরে যত বেশি নির্ভরশীল হব আমরা, তত আমাদের দেশের ক্ষতি৷ বিশ্ব শান্তি, স্থায়িত্ব এবং উন্নয়নের জন্য আমাদের আত্মনির্ভর হতে হবে৷ আমরা যদি অন্যের উপরে নির্ভরশীল হয়ে পড়ি, তাহলে তা আমাদের আত্মবিশ্বাসের প্রতি আঘাত করা হবে৷ ১৪০ কোটি মানুষের ভবিষ্যৎ আমরা অন্য দেশের উপরে ছেড়ে দিতে পারি না৷’’

advertisement

আরও পড়ুন: নিত্যযাত্রীদের মুখে হাসি ফুটবে? হাওড়া ময়দান থেকে সল্টলেকের মধ্যে বাড়ছে মেট্রোর সংখ্যা! কমছে সময়ের ব্যবধান

প্রধানমন্ত্রীর মতে, ১০০টা দুঃখের একটাই সমাধান, আত্মনির্ভর ভারত৷ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের H-1B ভিসা সংক্রান্ত ঘোষণার জেরে যে শঙ্কা তৈরি হচ্ছে আমেরিকায় কর্মরত ভারতীয়দের মধ্যে, তার মাঝেই মোদির এই মন্তব্য

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Modi Vs Trump: H1B ভিসা নিয়ে ট্রাম্পের ভয়ঙ্কর ঘোষণা! তার মাঝেই জানেন কী বললেন মোদি...নরম কথায় স্পষ্ট উত্তর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল