TRENDING:

PM Modi to Stop Russia Ukraine War: ট্রাম্প নয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাবেন মোদি? চিনে পুতিন সাক্ষাতের পর জল্পনা তুঙ্গে

Last Updated:

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য তিনি চেষ্টা করছেন বলে ডোনাল্ড ট্রাম্প নিজের ঢাক নিজে পেটালেও অনেক নীরবে সেই একই চেষ্টা করে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নোবেল শান্তি পুরস্কার জিততে তিনি মরিয়া৷ তাই ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতির কৃতিত্ব দাবি করার পর রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলতে থাকা যুদ্ধে ইতি টানতেও জোরাল সওয়াল করেছেন ডোনাল্ড ট্রাম্প৷ কিন্তু নরমে গরমে কোনওভাবেই রাশিয়াকে বাগে আনতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট৷ উল্টে ট্রাম্পের প্রধান উপদেষ্টা পিটার নাভারো অভিযোগ করেছেন, মস্কোর থেকে তেল কিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই ইউক্রেনে যুদ্ধ চালিয়ে নিয়ে যেতে রাশিয়াকে সাহায্য করছেন৷
পুতিনকে বোঝাতে সফল হবেন মোদি?
পুতিনকে বোঝাতে সফল হবেন মোদি?
advertisement

আমেরিকা এই অভিযোগ করলেও গত মাসে দু বার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ চিনে শাংহাই কোঅপারেশন সামিটে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকের আগেও জেলেনস্কির সঙ্গে ফোনে কথা হয় ভারতের প্রধানমন্ত্রীর৷

ফলে আমেরিকা যে অভিযোগই করুক না কেন, কূটনৈতিক মহলের ধারণা, ভারতের প্রধানমন্ত্রীই পুতিন-জেলেনস্কির সঙ্গে বার বার কথা বলে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে একটানা চলতে থাকা যুদ্ধ শেষ করতে ইতিবাচক পদক্ষেপ করছেন৷

advertisement

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য তিনি চেষ্টা করছেন বলে ডোনাল্ড ট্রাম্প নিজের ঢাক নিজে পেটালেও অনেক নীরবে সেই একই চেষ্টা করে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী৷ বিশেষজ্ঞরা মনে করছেন, মোদির এই চেষ্টা বরং অনেক বেশি কার্যকরী এবং ফলপ্রসূ হতে পারে৷

পুতিন এবং জেলেনস্কি- দু জনকেই মোদি বার বার বুঝিয়েছেন, বর্তমান সময়ে যুদ্ধ কোনও ভাবেই সমস্যার সমাধান নয়৷ গত ৮ অগাস্ট পুতিনের সঙ্গে কথা হয় মোদির৷ তখনই রুশ প্রেসিডেন্টকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ করার আর্জি জানান তিনি৷ একই বার্তা নিয়ে ১১ অগাস্ট ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গেও কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী৷ ট্রাম্পের সঙ্গে আলাস্কায় বহু চর্চিত বৈঠকে কী হয়েছে, তা জানাতে পুতিন গত ১৮ অগাস্ট ফোন করেন মোদিকে৷ গত ৩০ অগাস্ট ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি মোদিকে ফোন করে সংঘর্ষবিরতির প্রস্তাব দেন এবং পুতিনের সঙ্গে তিনি আলোচনায় বসতে রাজি বলেও জানিয়ে দেন৷ যাতে চিনে পুতিনের সঙ্গে বৈঠকের সময় রুশ প্রেসিডেন্টকে সেই বার্তা পৌঁছে দিতে পারেন মোদি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

আজই চিনে পুতিনের সঙ্গে মোদির মুখোমুখি দীর্ঘ আলোচনা হয়েছে৷ তার আগে গাড়িতেও দুই রাষ্ট্রনেতার কথা হয়৷ ডিসেম্বর মাসে পুতিনের ভারত সফরে আসার কথা৷ ফলে ট্রাম্পের মতো নোবেল পুরস্কারের পিছনে না ছুটেই ভারতের প্রধানমন্ত্রী যে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তা গোটা বিশ্বের সামনেই স্পষ্ট হয়ে গিয়েছে৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
PM Modi to Stop Russia Ukraine War: ট্রাম্প নয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাবেন মোদি? চিনে পুতিন সাক্ষাতের পর জল্পনা তুঙ্গে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল