TRENDING:

Mysterious object in Kenya village: ওজন প্রায় ৫০০ কেজি, গা গরম! কেনিয়ার গ্রামে মহাকাশ থেকে লাল রংয়ের এ কী এসে পড়ল?

Last Updated:

উদ্ধার হওয়া ওই বস্তুটি আসলে কী, তা জানতে তদন্ত চালাচ্ছে কেনিয়ার মহাকাশ গবেষণা সংস্থা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নাইরোবি: লাল রংয়ের গোলাকার গরম ধাতব বস্তু৷ মহাকাশ থেকে এমনই এক রহস্যময় জিনিসকে ঘিরে চাঞ্চল্য ছড়াল কেনিয়ার মুকুকু গ্রামে৷ মনে করা হচ্ছে, মহাকাশ থেকেই ওই রহস্যময় বস্তুটি এসে পড়েছে৷ ওই ধাতব বস্তু উদ্ধার হওয়ার খবর পেয়েই তদন্তের নির্দেশ দিয়েছে কেনিয়ার মহাকাশ গবেষণা সংস্থা৷ যে এলাকায় ওই ধাতব বস্তু এবং তার ধ্বংসাবশেষ উদ্ধার হয়েছে, সেটি ঘিরেও রাখা হয়েছে৷
কেনিয়ার গ্রামে উদ্ধার হওয়া রহস্যময় ধাতব বস্তু৷
কেনিয়ার গ্রামে উদ্ধার হওয়া রহস্যময় ধাতব বস্তু৷
advertisement

কেনিয়ার মহাকাশ গবেষণা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ২.৫ মিটার ব্যাসের প্রায় ৫০০ কেজি ওজনের এই ধাতব বস্তুটি মহাকাশ থেকে পড়া কোনও কিছুর অংশ বলেই মনে করা হচ্ছে৷ প্রাথমিক অনুসন্ধানে মনে হচ্ছে, এটি কোনও লঞ্চ ভেহিকেলের সেপারেশন রিং৷

আরও পড়ুন: চিকিৎসার জন্য ভারতের বিকল্প খুঁজে পেলেন বাংলাদেশিরা, দলে দলে যাচ্ছেন সেই দেশে

advertisement

তবে উদ্ধার হওয়া ওই বস্তুটি আসলে কী, তা জানতে তদন্ত চালাচ্ছে কেনিয়ার মহাকাশ গবেষণা সংস্থা৷ সাধারণ মহাকাশ থেকে ফেরার সময় পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার পর রকেটের ধ্বংসাবশেষ অনেক সময় পুড়ে সমুদ্র অথবা জনবসতিহীন এলাকায় পড়ে৷ এটিও সেরকম কিছু কি না, তা খতিয়ে দেখা হচ্ছে৷

স্থানীয় এমবুনি কাউন্টির পুলিশের কম্যান্ডার জুলিয়াস রটিচ জানিয়েছেন, অফিসাররা যখন ঘটনাস্থলে পৌঁছন তখনও ওই রহস্যময় বস্তুটি গরম ছিল৷ ঠান্ডা না হওয়া পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার জন্যই এলাকাটি ঘিরে রাখে পুলিশ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
টাকা খরচ করে রাজস্থান ছুটতে হবে না! বাংলায় বসেই দেখুন ঐতিহ্যবাহী শিশ মহল
আরও দেখুন

মহাকাশ বিশেষজ্ঞ জোনাথন ম্যাকডাওয়েলের অবশ্য দাবি, ওই রহস্যময় বস্তুটি আসলে কী, তা বুঝতে হয়তো ভুল করছে কেনিয়ার মহাকাশ গবেষণা সংস্থা৷ তাঁর দাবি, গোলাকার ওই ধাতব বস্তুটি কোনও মহাকাশে পাড়ি দেওয়া কোনও রকেটের অংশ নয়৷ তাঁর কথায়, মহাকাশে যাওয়া স্পেশ শাটল রকেট বুস্টারগুলি কখনও পৃথিবীর কক্ষপথে পৌঁছয় না এবং ২০১১ সালের পর থেকে এরকম কোনও যান মহাকাশে নেইও৷ এটি কোনও বিমানের ধ্বংসাবশেষ বলেও মনে হচ্ছে না৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Mysterious object in Kenya village: ওজন প্রায় ৫০০ কেজি, গা গরম! কেনিয়ার গ্রামে মহাকাশ থেকে লাল রংয়ের এ কী এসে পড়ল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল