মায়ানমারে সাত দিনের জন্য জাতীয় শোকপালনের ঘোষণা করেছে জুন্টা সরকার। ৬ এপ্রিল পর্যন্ত সরকারি দফতর, সৌধে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। দুনিয়ার সব দেশ, স্বেচ্ছাসেবী সংগঠনকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে বলেছে। ভারত ইতিমধ্যে সাহায্য পাঠিয়েছে সে দেশে।
গত শুক্রবার বেলা ১২ টা নাগাদ কয়েক মিনিটের ফারাকে দু’বার কেঁপে ওঠে মায়ানমার৷ প্রথম ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৭, পরেরটা ৬.৪৷ তার পর থেকে পর পর ১৫ বার ভূকম্প পরবর্তী কম্পন হয়েছে সে দেশে৷ ভূমিকম্পের কেন্দ্র ছিল মায়ানমারের মান্দালয় শহরের কাছে, যেখানে প্রায় ১৫ লক্ষ মানুষের বাস। শক্তিশালী এই ভূমিকম্পে শুধু মায়ানমার নয়, থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্কক-সহ বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। কম্পন অনুভূত হয় বাংলাদেশ, চিন এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলেও।
advertisement
মায়ানমারের প্রতিবেশী থাইল্যান্ডেও ভূমিকম্পের প্রভাব পড়েছে। শুক্রবার রাজধানী ব্যাঙ্ককে একটি নির্মীয়মাণ ৩০ তলা ভবন ভেঙে পড়ে শুক্রবার। এখনও পর্যন্ত সেখানে মৃতের সংখ্যা ১৭, আহত ৪২, নিখোঁজ ৭৮ জন। উদ্ধারকারীদের অনুমান, অনেকে ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন। তাঁদের উদ্ধারে ক্ষিপ্র গতিতে চলছে উদ্ধারকাজ।
