আলিকে অভিনন্দন জানিয়ে আইএসপন্থীরা ইতিমধ্যেই পোস্ট করতে শুরু করে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে আইএস বা অন্য কোনও জঙ্গি সংগঠন এখনও এর দায় নেয়নি। কেন, কী কারণে এই হামলা তা এখনও পরিষ্কার নয় জার্মান পুলিশের কাছেও। জার্মানির বিদেশমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমেয়ার বলেন, “নানা সূত্র থেকে নানা রকম খবর আসছে। তবে গোটা বিষয়টি নিয়ে ধন্দ রয়েছে।” এবং এই টিএনএজার যে আইএস জঙ্গি নয়, সে ব্যাপারে এখন প্রায় নিশ্চিত পুলিশ ৷ আততায়ীর মৃতদেহের পাশে ৯ মিমি পিস্তল ছাড়াও ৩০০টি বুলেট এবং কার্তুজ পাওয়া গিয়েছে তার রুকস্যাকে ৷ তবে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি আত্মঘাতী বন্দুকবাজের কাছ থেকে ৷ সে মানসিকভাবে বিকারগ্রস্ত ছিল কি না, সেটাও জানা যায় নি ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 23, 2016 5:49 PM IST