TRENDING:

মিউনিখ বন্দুকবাজের সঙ্গে আইএসের কোনও যোগ নেই: পুলিশ

Last Updated:

পরিচয় এখনও পুলিশ গোপন রাখলেও শোনা যাচ্ছে এই বন্দুকবাজ আসলে এক টিনএজার ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মিউনিখ: মাত্র একজন বন্দুকবাজের হামলাতেই নড়ে গিয়েছে জার্মানির শহর মিউনিখ ৷ ৯ জন নিরীহ মানুষ প্রাণ হারানোর পাশাপাশি ২৭ জন জখম হয়েছেন ওই বন্দুকবাজের গুলিতে ৷ ন’জনকে গুলি করার পর নিজেও আত্মঘাতী হয় ওই তরুণ। তার পরিচয় এখনও পুলিশ গোপন রাখলেও শোনা যাচ্ছে এই বন্দুকবাজ আসলে এক টিনএজার ৷ নাম আলি সোনোবলি ৷ তার ছবিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ৷ তবে সেই ছবির ছেলে আদতে ওই বন্দুকবাজ কি না, তা নিয়ে সরকারিভাবে কিছু জানায়নি মিউনিখের পুলিশ ৷
advertisement

আলিকে অভিনন্দন জানিয়ে আইএসপন্থীরা ইতিমধ্যেই পোস্ট করতে শুরু করে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে আইএস বা অন্য কোনও জঙ্গি সংগঠন এখনও এর দায় নেয়নি। কেন, কী কারণে এই হামলা তা এখনও পরিষ্কার নয় জার্মান পুলিশের কাছেও। জার্মানির বিদেশমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমেয়ার বলেন, “নানা সূত্র থেকে নানা রকম খবর আসছে। তবে গোটা বিষয়টি নিয়ে ধন্দ রয়েছে।” এবং এই টিএনএজার যে আইএস জঙ্গি নয়, সে ব্যাপারে এখন প্রায় নিশ্চিত পুলিশ ৷ আততায়ীর মৃতদেহের পাশে ৯ মিমি পিস্তল ছাড়াও ৩০০টি বুলেট এবং কার্তুজ পাওয়া গিয়েছে তার রুকস্যাকে ৷ তবে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি আত্মঘাতী বন্দুকবাজের কাছ থেকে ৷ সে মানসিকভাবে বিকারগ্রস্ত ছিল কি না, সেটাও জানা যায় নি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/বিদেশ/
মিউনিখ বন্দুকবাজের সঙ্গে আইএসের কোনও যোগ নেই: পুলিশ