TRENDING:

Mpox: ভয়ঙ্কর ভাইরাসের হানা পাকিস্তানে, 'এমার্জেন্সি' ঘোষণা করল WHO! কোন ভাইরাস, কতটা ভয়ঙ্কর জানেন?

Last Updated:

Mpox: এর আগে সুইডেনেও মিলেছিল মাঙ্কি পক্সের খোঁজ। এবার মিলল পাকিস্তানে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইসলামাবাদ: ভয়ঙ্কর খবর এল পাকিস্তান থেকে। পাকিস্তানে আবার মারণ রোগের কোপ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এমার্জেন্সি ঘোষণার পরদিনই পাকিস্তানে মাঙ্কিপক্স আক্রান্তের খোঁজ মিলল। জানা গিয়েছে, পাকিস্তানে এমপক্স বা মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্ত তিনজনের খোঁজ মিলেছে। এই খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে গোটা বিশ্বে।
পাকিস্তানে ভাইরাস হানা
পাকিস্তানে ভাইরাস হানা
advertisement

এর আগে সুইডেনেও মিলেছিল মাঙ্কি পক্সের খোঁজ। এবার মিলল পাকিস্তানে। জানা গিয়েছে, পাকিস্তানের খাইবার পাখতুনখা প্রদেশ থেকে অতি সংক্রামক এক রোগে আক্রান্তের খোঁজ মিলেছে। আক্রান্তরা সংযুক্ত আরব আমিরশাহি থেকে পাকিস্তানে এসেছিলেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: বলুন তো, পৃথিবীর সবচেয়ে হিংস্র প্রাণী কোনটি? বাঘ-সিংহ-সাপ কোনওটাই কিন্তু নয়, নামটা শুনে মাথায় হাত দেবেন নিশ্চিত

advertisement

প্রসঙ্গত, Mpox ভাইরাসের কেস শুধুমাত্র আফ্রিকাতেই পাওয়া যেত, কিন্তু এখন আফ্রিকার বাইরেও এই ভাইরাস আক্রান্তের খোঁজ মিলতে শুরু করেছে। স্বাস্থ্য সংস্থা একে ‘গ্রেড ৩ জরুরি’ হিসাবে শ্রেণিবদ্ধ করেছে, যার অর্থ এটি অবিলম্বে মনোযোগ দেওয়া প্রয়োজন। ২০২৩ সালের জানুয়ারি থেকে ২৭ হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রায় ১১০০ জনের মৃত্যু হয়েছে। এই ভাইরাস এখন পূর্ব কঙ্গো থেকে রুয়ান্ডা, উগান্ডা, বুরুন্ডি এবং কেনিয়াতে ছড়িয়ে পড়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এদিকে, পাক স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ৩৪ বছরের এক যুবক গত ৩ অগস্ট সৌদি আরব থেকে দেশে ফেরেন। পেশওয়ারে কয়েকদিন থাকার পরই তাঁর উপসর্গ দেখা দেয়, খাইবার মেডিক্যাল ইউনিভার্সিটিতে পরীক্ষা করালে, তার রিপোর্ট পজিটিভ আসে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কোনও আক্রান্তের সংস্পর্শে আসার ফলেই ওই যুবক আক্রান্ত হয়েছে। আক্রান্ত যুবকের সংস্পর্শে আসা বিমানের সমস্ত যাত্রীদের পরীক্ষা করা হবে। ২০২৩ সালেও পাকিস্তানের করাচি জিন্না আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনজন মাঙ্কিপক্স আক্রান্তের খোঁজ মিলেছিল। ১১ জন আক্রান্তের খোঁজ মিলেছিল গত বছর।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Mpox: ভয়ঙ্কর ভাইরাসের হানা পাকিস্তানে, 'এমার্জেন্সি' ঘোষণা করল WHO! কোন ভাইরাস, কতটা ভয়ঙ্কর জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল