TRENDING:

৫ বছর ধরে সন্তানকে প্লাস্টিকে মুড়ে লকারে লুকিয়ে রেখেছিলেন মা !

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#টোকিও: পুলিশ স্টেশন। হুড়মুড়িয়ে ঢুকলেন এক মহিলা! তারপর হন্তদন্ত হয়ে যা বললেন, তাতে নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলেন না পুলিশ কর্তারা!
advertisement

মহিলার স্বীকারোক্তি-- ৫ বছর ধরে রেল স্টেশনের লকারে লুকনো রয়েছে আমার মৃত সন্তান! লকারের ভিতরে প্লাস্টিকে মুড়ে আমিই তাকে লুকিয়ে রেখেছি!

মহিলার কথা শুনে রেল স্টেশনের ওই লকার খুলতেই আঁতকে ওঠেন পুলিশ কর্তারা! ভিতরে তখনও প্লাস্টিকে জড়ানো রয়েছে একটি শিশুর দেহ। দেহ আর নেই! প্লাস্টিকে জড়ানো অবস্থায় রয়েছে কতগুলো মানুষের হাড়গোড়।

advertisement

গায়ে কাঁটা দেওয়া, অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটেছে টোকিওতে। টোকিওর উগুইসুদানি রেল স্টেশন থেকে ওই শিশুর হাড়গোড় উদ্ধার করে পুলিশ।

কিন্তু মা হয়ে কেন ওই মহিলা এমনটা করলেন? কারণটা তিনি নিজেই জানালেন-- ৫ বছর আগে তিনি একটি মৃত সন্তানের জন্ম দিয়েছিলেন। পাছে কেউ সেটা জানতে পেরে যায়, তাই গোপন রাখতে মৃত শিশুকে রেল স্টেশনের লকারের মধ্যে লুকিয়ে রেখেছিলেন। স্টেশনের ওই লকারের ভাড়া তিনিই দিতেন। আর এই ৫ বছর ধরে নিয়মমাফিক ভাড়াও দিয়ে আসছিলেন।

advertisement

তিনি আরও জানান, সদ্য তাঁর পার্টনারের সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে। পার্টনার তাঁকে বাড়ি থেকে বার করে দিয়েছেন। লকারের চাবিটা তিনি বাড়িতেই ফেলে এসেছেন। পাছে কেউ জানতে পেরে যায়, সেই ভয়েই তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

টোকিও পুলিশ মহিলাকে গ্রেফতার করেছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলা খবর/ খবর/বিদেশ/
৫ বছর ধরে সন্তানকে প্লাস্টিকে মুড়ে লকারে লুকিয়ে রেখেছিলেন মা !