মহিলার স্বীকারোক্তি-- ৫ বছর ধরে রেল স্টেশনের লকারে লুকনো রয়েছে আমার মৃত সন্তান! লকারের ভিতরে প্লাস্টিকে মুড়ে আমিই তাকে লুকিয়ে রেখেছি!
মহিলার কথা শুনে রেল স্টেশনের ওই লকার খুলতেই আঁতকে ওঠেন পুলিশ কর্তারা! ভিতরে তখনও প্লাস্টিকে জড়ানো রয়েছে একটি শিশুর দেহ। দেহ আর নেই! প্লাস্টিকে জড়ানো অবস্থায় রয়েছে কতগুলো মানুষের হাড়গোড়।
advertisement
গায়ে কাঁটা দেওয়া, অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটেছে টোকিওতে। টোকিওর উগুইসুদানি রেল স্টেশন থেকে ওই শিশুর হাড়গোড় উদ্ধার করে পুলিশ।
কিন্তু মা হয়ে কেন ওই মহিলা এমনটা করলেন? কারণটা তিনি নিজেই জানালেন-- ৫ বছর আগে তিনি একটি মৃত সন্তানের জন্ম দিয়েছিলেন। পাছে কেউ সেটা জানতে পেরে যায়, তাই গোপন রাখতে মৃত শিশুকে রেল স্টেশনের লকারের মধ্যে লুকিয়ে রেখেছিলেন। স্টেশনের ওই লকারের ভাড়া তিনিই দিতেন। আর এই ৫ বছর ধরে নিয়মমাফিক ভাড়াও দিয়ে আসছিলেন।
তিনি আরও জানান, সদ্য তাঁর পার্টনারের সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে। পার্টনার তাঁকে বাড়ি থেকে বার করে দিয়েছেন। লকারের চাবিটা তিনি বাড়িতেই ফেলে এসেছেন। পাছে কেউ জানতে পেরে যায়, সেই ভয়েই তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন।
টোকিও পুলিশ মহিলাকে গ্রেফতার করেছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।