যেমন ওয়াশিংটনের সিয়াটেলে মিউজিয়াম অফ পপ কালচার। অনেকের চোখেই এই বিল্ডিং ভীষণ অদ্ভুত দেখতে লেগেছে। ডিজাইন করেছিলেন কানাডিয়ান-আমেরিকান আর্কিটেক্ট ফ্র্যাঙ্ক গেরি। ফ্রান্সের প্যারিসে পম্পিডোউ সেন্টার। প্যারিস এই বিশ্বের অন্যতম সুন্দর শহর হলেও এই বিল্ডিং অনেকেরই না-পসন্দ। এটি একটি গ্রন্থাগার এবং আধুনিক শিল্পকলার মিউজিয়ামও। দেখে মনে হয় এখনও এই বিল্ডিং নির্মীয়মান। অতি রঙে এই বিল্ডিংয়ের সৌন্দর্যই বরবাদ। মালয়েশিয়ার একটি হোটেল। নাম, ফার্স্ট ওয়ার্ড হোটেল। ৬ হাজারের উপর ঘর রয়েছে এই হোটেলে। এ তো গেল কুৎসিত বিল্ডিং৷
advertisement
আরও পড়ুন- বাড়বে বিপত্তি! সাজা বহাল থাকলে পরবর্তী লোকসভা নির্বাচনে রাহুলের বয়স হবে ৬৩
আরও পড়ুন- দুয়ারে সরকার নিয়ে বিকেলে উচ্চপর্যায়ের জরুরি বৈঠক মুখ্যসচিবের, বাড়ছে জল্পনা
কিন্তু আপনারা কি জানেন পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর বিল্ডিং কোনটি? আমরা কথা বলছি পশ্চিম লন্ডনের উইলো ট্রি লেনের বিষয়ে৷ এই রিয়েল এস্টেটে সাংঘাতিক সব ক্রাইমের ঘটনা ঘটেছে৷ ৪৬৩টি ক্রাইমের ঘটনা ঘটেছে এই এলাকায়৷ যাঁরা এখানে দোকান চালাতেন, তাঁরাও ভয়ে চলে গিয়েছেন৷ দুষ্কৃতীরা দোকান থেকে জিনিস লুট করে নেয়৷ ৬৭ বছরের এক বৃদ্ধা জানান তিনি বাড়ির বাইরে বের হতে ভয় পান৷