ব্রিটেনে ক্রিকেটের বিশ্বযুদ্ধে ব্যস্ত টিম ইন্ডিয়া। তার থেকে প্রায় ন'হাজার কিলোমিটার দূরে আরেক যুদ্ধের জন্য ব্যাট হাতে প্রস্তুত নরেন্দ্র মোদিও। মলদ্বীপে প্রভাব বাড়াতে ক্রিকেট কূটনীতিতে জোর দিলেন প্রধানমন্ত্রী। সেদেশের প্রেসিডেন্ট ইব্রাহিম মহম্মদ সলিহকে ক্রিকেট ব্যাট উপহার দিলেন। ব্যাটে ধোনি-কোহলি সহ ভারতীয় ক্রিকেটারদের সই । মলদ্বীপে ক্রিকেট স্টেডিয়াম তৈরিতেও সাহায্য করবে ভারত।
advertisement
শনিবার ভারত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্রে পা রেখেন মোদি। ক্ষমতায় ফেরার পর এটাই তাঁর প্রথম বিদেশ সফর। এদিন প্রধানমন্ত্রীকে সেদেশের সর্বোচ্চ অসামরিক সম্মান প্রদান করেন মলদ্বীপের প্রেসিডেন্ট সলিহ।
দু'দেশের মধ্যে যোগাযোগ বাড়াতে কোচি থেকে মলদ্বীপ ফেরি পরিষেবার ঘোষণা করেন প্রধানমন্ত্রী। ক্রিকেট যদি ভারত-মলদ্বীপ কূটনীতির মলাট হয়, প্রতিরক্ষা সেক্ষেত্রে তার মূল বিষয়বস্তু। এদিন মলদ্বীপের সংসদে বক্তৃতায় নাম না করে পাকিস্তানের সমালোচনা করেন প্রধানমন্ত্রী।
ভারত মহাসাগরে চিনের প্রভাব ঠেকাতে, মলদ্বীপের পর নয়াদিল্লির নজরে আরেক প্রতিবেশী শ্রীলঙ্কা। মলদ্বীপ সফর সেরে রবিবারই শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় পা রাখবেন প্রধানমন্ত্রী।