পাশাপাশি, সোমবার খারকিভের আবাসিক এলাকাগুলিতেও গোলাগুলির (War in Ukraine) খবর পাওয়া গিয়েছে। খারকিভের গভর্নরের মতে, সোমবার ইউক্রেনের শহরে রাশিয়ার গোলাবর্ষণে অন্তত ১৭ জন নিহত হয়েছেন।
আরও পড়ুন : 'রাত দুটোয়' অধিবেশন ইস্যু! রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজভবনে মুখ্যসচিব
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আক্রমণের নির্দেশ দেওয়ার পর থেকে পঞ্চম দিনে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রুশ ও ইউক্রেনের সেনারা লড়াই (War in Ukraine) চালিয়ে যাচ্ছে। রাশিয়া হামলার ঝাঁঝ বাড়িয়ে দেওয়া বিষয়ে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সোমবার গভীর রাতে একটি ভিডিও ভাষণে বলেছেন, "আমি বিশ্বাস করি রাশিয়া এ ভাবে ইউক্রেনের উপর চাপ দেওয়ার চেষ্টা করছে। কিন্তু সেই চাপের কাছে নতি স্বীকার করার কোনও প্রশ্ন আসে না।"
advertisement
ইতিমধ্যে, রাশিয়ার বাহিনীর শত শত ট্যাঙ্ক এবং অন্যান্য যুদ্ধযানের ৪০ মাইল-এর একটি কনভয় রাজধানী কিয়েভে প্রবেশ করছে বলে খবর। রাষ্ট্রসংঘের মতে, গত সপ্তাহে রাশিয়ার আগ্রাসনের পর থেকে ইউক্রেনে অন্তত ১০২ জন অসামরিক লোক মারা গিয়েছেন। রাষ্ট্রসংঘ বলেছে যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এই লড়াই ক্রমেই তীব্র আকার ধারণ করছে। এর ফলে প্রায় ৫ লক্ষ ইউক্রেন নিবাসীকে বাধ্য হয়ে দেশ ছাড়তে হতে পারে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি করেছেন, শেষ ৫ দিনে ইউক্রেনে প্রায় ৫৬টি মিসাইল হামলা করা হয়েছে। ১১৩টি ক্রুজ মিসাইলের মাধ্যমে হামলা করেছে রাশিয়া।