প্রতিযোগিতা একেবারে শেষ পর্যায়ে৷ মঞ্চে হাত ধরাধরি করে দাঁড়িয়ে রয়েছেন দুই চূড়ান্ত পর্বের প্রতিযোগী৷ মিস প্য়ারাগুয়ে মারিয়া ক্লারা সোসা পেদ্রোমো ও মিস ইন্ডিয়া মীনাক্ষ্মী চৌধুরি৷ কয়েক মুহূর্ত পরেই ঘোষিত হবে বিজয়ীর নাম৷ কোনও একজন হাসবেন শেষ হাসি৷
আরও পড়ুন: শ্যুটিং-এর সময় আমিরের আচরণ বিশ্বাস করতে পারছিলাম না: অকপট ক্যাটরিনা কইফ, দেখুন ভিডিও
advertisement
কিন্তু এ দৃশ্য় তো বহু পরিচিত৷ প্রতি বছরই হয়ে থাকে৷ এ আর নতুন কী? ঘটনাটা ঘটল বিজয়ীর নাম ঘোষিত হওয়ার পরেই৷ বিজয়ী হিসেবে নিজের নাম শুনে বিস্ময়ে একেবারে চিত্পটাং হয়ে পড়ে গেলেন মিস প্য়ারাগুয়ে!
বিজয়ীরা মঞ্চে কেঁদেছেন, স্বপ্নপূরণের অবিশ্বাসে চক্ষু চড়কগাছ হয়েছে, এমনকী জিততে না পেরে বিজয়ীর মাথা থেকে কেড়ে নিয়েছেন মকুট, এমনটাও হয়েছে বিউটি পেজেন্টে৷ কিন্তু তা বলে একেবারে চিত্পটাং এমন ঘটনা আগে ঘটেনি৷ সেই ভিডিওই এখন ভাইরাল সোশ্য়াল মিডিয়ায়৷ দেখুন ভিডিও,
advertisementView this post on Instagram
