শ্যুটিং-এর সময় আমিরের আচরণ বিশ্বাস করতে পারছিলাম না: অকপট ক্যাটরিনা কইফ, দেখুন ভিডিও
Last Updated:
#মুম্বই: ঠগস অব হিন্দুস্থান ছবিটি নিয়ে পারদ চড়ছে ৷ ছবির ট্রেলার থেকে ছবির গান, রিলিজ হতেই সাড়া পড়ে গিয়েছে ৷ আর তখনই সামনে এল ক্যাটরিনার সেই বক্তব্য ৷ আমিরের বিরুদ্ধে একেবারে অকপট ক্যাট সুন্দরী জানিয়ে দিলেন, শ্যুটিং-এর সময় তিনি কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না ৷ আমিরের আচরণই এমন ছিল !
ঠগস অব হিন্দুস্থানে অভিনয় করছেন অমিতাভ বচ্চন, আমির খান, ফাতেমা সানা শেখ ও ক্যাটরিনা কইফ ৷ শ্যুটিং শুরু থেকেই বেশ নজর ছিল এই ছবির ওপর ৷ দিওয়ালিতে রিলিজ করা এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে উচ্ছ্বাস রয়েছে ৷ এই ছবির সময় ফতেমা সানা শেখের সঙ্গে আমিরের প্রেমের খবরও রটেছিল ৷ তারপর ক্যাটরিনার এই মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে ৷
advertisement
advertisement
এই ছবিতে আবার চিকনি চামেলি রূপে পাওয়া যাবে ক্যাটকে ৷ তিনি আইটেম ডান্স করবেন ৷ এই গানেই তাঁর সঙ্গে থাকছেন আমির ৷ একটি দৃশ্যে ক্যাটরিনাকে ধরবেন আমির ৷ ক্যাটরিনার শরীরের ভার পুরোপুরি থাকবে আমিরের হাতে ৷ আমির যদি ছেড়ে দেন তাহলেই মাটিতে ভীষণ জোরে পড়বেন ক্যাটরিনা ৷ সেখানেই আমিরের ওপর ভরসা করতে পারছিলেন না ক্যাটরিনা ৷ নিজের সেই ভয়ের কথা খুল্লমখুল্লা জানিয়ে দেন ক্যাটরিনা ৷ এতে কিছুটা মজাই পেয়েছেন আমির ৷ কারণ পারফেকশনিস্ট আমির জানেন কাজটা তিনি ঠিকভাবেই করতে পারবেন ৷ তাই ক্যাটরিনার ভয় পাওয়ার মুহূর্তটা উপভোগ করেছেন আমির খান ৷
Location :
First Published :
October 25, 2018 8:20 PM IST