সূত্রের খবর, সোমবার রাত ১০ টা নাগাদ ব্যবসায়ী শরৎ চক্রবর্তী (মণি)-র উপর বেশ কয়েকজন মিলে হামলা করে বলেই অভিযোগ৷ ক্ষতবিক্ষত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যায়৷ হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পরে তাঁর মৃত্যু হয় বলেই জানা গিয়েছে৷
advertisement
গতকালই এবার যশোরের মণিরামপুরে দুর্বৃত্তদের গুলিতে রানা প্রতাপ বৈরাগী (৪৩) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। তিনি কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক তুষার কান্তি বৈরাগীর ছেলে। সোমবার সন্ধ্যায় মনোহরপুর ইউনিয়নের কাপালিয়া বাজারে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কাপালিয়া বাজারে নিজের বরফকলে বসে ছিলেন রানা প্রতাপ। সেই সময় একটি মোটরবাইকে আসা অজ্ঞাতনামা তিন ব্যক্তি রানা প্রতাপের মাথায় গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। মরদেহের পাশে তিনটি তাজা গুলি ও চারটি গুলির খোল পড়ে থাকতে দেখা গিয়েছে৷
