মিডিয়ায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, সোমবার রাত থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হচ্ছে আরবের দেশের বিভিন্ন প্রান্তে। এমনকী ইউএই-তে সরকারী কর্মচারীদের জন্য বাড়ি থেকে কাজ বা ওয়ার্ক ফ্রম হোমের ঘোষণা করা হয়েছে বলেই জানা গিয়েছে।
advertisement
গালফ নিউজের একটি প্রতিবেদনে অনুযায়ী, বৃষ্টির কারণে কিছু এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সোমবার গভীর রাতে শারজাহ এবং আল এইনে বজ্রপাত-সহ ভারী বৃষ্টি হয়েছে।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বেশ কিছু জায়গায় ভারি শিলাবৃষ্টিও হয়েছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দুবাই এবং আল এইন-সহ বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাতের ছবি ছড়িয়ে পড়েছে।
জলবায়ু পরিবর্তনের স্পষ্ট দেখা যাচ্ছে বিশ্ব জুড়ে। একদিকে যখন ভাসছে আরব, তখনই জ্বলছে ভারতের একাধিক শহর। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী তাপপ্রবাহ আরও বাড়বে। ইতিমধ্যেই ভারতের বিভিন্ন শহরে তাপমাত্রার পারদ ৪০ ছুঁয়েছে।