TRENDING:

Mercedes Accident Viral Video: সংজ্ঞাহীন চালক, বাস গাড়ির উপর দিয়ে শূন্যে উড়ে গেল মার্সিডিজ! দেখুন ভয় ধরানো সিসিটিভি ফুটেজ

Last Updated:

গত ৩ ডিসেম্বর রোমানিয়ার ওরাডিয়া শহরে এই দুর্ঘটনা ঘটে৷ ভিডিওতে দেখা গিয়েছে, একটি মোড়ের মাথায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার ধারে ধাক্কা মারে গাড়িটি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গাড়ি চালাতে চালাতেই সংজ্ঞাহীন হয়ে পড়লেন চালক৷ আর তার জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে উড়ে বেরিয়ে গেল মার্সিডিজ গাড়ি৷ উড়ে গিয়ে একটি পেট্রোল পাম্পের সামনে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে গাড়িটি!
উড়ে গেল মার্সিডিজ৷
উড়ে গেল মার্সিডিজ৷
advertisement

ভয়াবহ এই দুর্ঘটনার ভিডিও ধরা পড়েছে রোমানিয়ায়৷ সেই ভিডিও এখন রীতিমতো ভাইরাল৷ একটি বাস এবং দুটি গাড়ির উপর দিয়ে গাড়িটিকে উড়ে যেতে দেখা যায়৷

গত ৩ ডিসেম্বর রোমানিয়ার ওরাডিয়া শহরে এই দুর্ঘটনা ঘটে৷ ভিডিওতে দেখা গিয়েছে, একটি মোড়ের মাথায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার ধারে ধাক্কা মারে গাড়িটি৷ এর পরমুহূর্তেই মাটি থেকে অনেকটা উপরে উঠে প্রবল গতিতে উড়ে গিয়ে বেশ কিছুটা দূরে আছড়ে পড়ে গাড়িটি৷ আর একটু হলে রাস্তার ধারে সিসিটিভি ক্যামেরাতেও গাড়ি ধাক্কা মারার উপক্রম হয়েছিল৷ বরাতজোরে গাড়িটি পেট্রোল পাম্পের বাইরেই একটি খুঁটিতে ধাক্কা খেয়ে মাটিতে আছড়ে পড়ে৷ কোনও ভাবে গাড়িটি উড়ে গিয়ে পেট্রোল পাম্পের ভিতরে গিয়ে পড়লে বড়সড় বিস্ফোরণের আশঙ্কা ছিল৷

advertisement

পুলিশ জানিয়েছে, একজন ৫৫ বছর বয়সি ব্যক্তি ওই গাড়িটি চালাচ্ছিলেন৷ গাড়ি চালাতে চালাতেই ডায়াবেটিস সংক্রান্ত সমস্যায় সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি৷ এর পরই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ফুটপাথে ধাক্কা মেরে মাটি থেকে শূন্যে উড়ে যায় গাড়িটি৷ আশেপাশের আবাসনের বাসিন্দারাও গাড়িটি মাটিতে আছড়ে পড়ার সময় জোরাল শব্দ পান৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মুকুটমণিপুরে ভূত? আসল গল্প জানতে পারবেন বড়দিনে, কী ঘটছে জানলে হা হবেন!
আরও দেখুন

দুর্ঘটনার পর উদ্ধারকারী দল এসে গাড়ির ধ্বংসাবশেষের ভিতর থেকে চালককে বের করে৷ তাঁর শরীরে একাধিক আঘাত লাগলেও আশ্চর্যজনক ভাবে প্রাণে বেঁচে যান তিনি৷ ওই চালকের লাইসেন্স ৯০ দিনের জন্য সাসপেন্ড করেছে পুলিশ৷ পাশাপাশি ভারতীয় মুদ্রায় প্রায় ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে ওই চালককে৷ ঘটনার তদন্তও চলছে৷ দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ এবং মার্সিডিজ গাড়িটি যেভাবে সিনেমার দৃশ্যের মতো উড়ে গিয়ে আছড়ে পড়েছে, তার ফলে গোটা বিশ্বেই এই ভিডিও ভাইরাল হয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Mercedes Accident Viral Video: সংজ্ঞাহীন চালক, বাস গাড়ির উপর দিয়ে শূন্যে উড়ে গেল মার্সিডিজ! দেখুন ভয় ধরানো সিসিটিভি ফুটেজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল