কিন্তু সেই খবর সংস্থার কাছে পৌঁছে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। ততক্ষণে ছড়িয়ে পড়েছে তেল। রাশিয়ার রাষ্ট্রপ্রধান পুতিনের কাছে খবর পৌঁছানোর আগেই ১ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা এই তেলে ঢেকে যায়। বুধবার স্থানীয় গভর্নরের সঙ্গে কথা বলেন পুতিন। গভর্নরও বলেন সোশ্যাল মিডিয়া থেকে তিনি এই বিষয়ে খবর পেয়েছেন। দু’সপ্তাহের মধ্যে পরিস্থিতি সামলানোর কথাও তিনি জানান। পরে, বুধবারই প্রশাসন জানায়, এই সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে। কেউ কেউ বলেন, পৃথিবীর ইতিহাসে কোনও সংস্থার ট্যাঙ্ক লিকের যত ঘটনা আছে, তার মধ্যে এটি সবচেয়ে ভয়ানক।
advertisement
এরপরই রাষ্ট্রপতি পুতিন নরস্লিকের এই অংশে জরুরি অবস্থা ঘোষণা করেন। পরিস্থিতি সামলাতে এখন কী করা উচিত, তাই বুঝতে পারছে না প্রশাসন। স্থানীয় গভর্নর বলেছেন, এই তেল এখন জ্বালিয়ে দেওয়া ছাড়া উপায় নেই। কিন্তু আগুন জ্বালালে বিপুল দূষণের সম্ভাবনা রয়েছে।