শুধু টিকাই কিন্তু নয়, করোনা কালে ভারত গোটা বিশ্বের কাছে ত্রাতার ভূমিকায় উত্তীর্ণ হয়েছে৷ এর আগে মহামারির প্রথম পর্যায়ে ভারত নিজেদের চাহিদা পূরণ করার পরে হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট বিদেশে রফতানি করে নজির গড়েছিল৷ গোটা বিশ্ব যখন হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়ে হাহাকার পড়ে গিয়েছিল, ঠিক তখনই বিশ্বের ১৪০টি দেশের কাছে হাইড্রোক্সিক্লোরোকুইন পৌঁছে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছিল নরেন্দ্র মোদির সরকার৷
গত ১৬ জানুয়ারি ভারতে প্রথম টিকা দেওয়ার মহাযজ্ঞ শুরু হয়৷ ৬ দিনের মধ্যে ১০ লক্ষ মানুষের টীকাকরণ হয়েছে৷ যা রেকর্ড৷ আমেরিকা-ব্রিটেনের মতো প্রথমসারির দেশও এই গতিতে টিকা দিতে পারেনি৷ ব্রিটেন ১০ লক্ষ টীকাকরণের জন্য ১৮ দিন সময় নিয়েছিল৷ আমেরিকার লেগেছিল ১০দিন৷ সেখানে ভারত সবচেয়ে কম দিনে এই কাজ করে দেখাল৷
দেশের মোট ৩০০৬ কেন্দ্রে টিকাকরণের কাজ হচ্ছে। প্রত্যেক কেন্দ্রে ১০০ জনকে করোনার টিকা দেওয়া হচ্ছে৷ প্রথম পর্যায়ে সারা দেশের ৩ কোটি মানুষকে টিকা দেওয়া হবে৷ অবশ্যই তাঁরা স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন কর্মী৷ দ্বিতীয় দফায় ৩০ কোটি মানুষকে টিকা দেওয়া হবে৷ ধীরে ধীরে দেশের সব মানুষকেই টিকা দেওয়া হবে৷