আটক দুই ব্যক্তি হলেন জন ট্রাভিস রস ও জোসুয়া রে কোরবান। তাদের বয়স যথাক্রমে ৩৩ বছর ও ১৮বছর। জন ভিক্সবার্গের ও জোসুয়া ইউটিকার বাসিন্দা। পার্লে অবস্থিত সেন্ট্রাল মিসিসিপি সংশোধনাগার বিভাগ সূত্রে জানা যাচ্ছে মঙ্গলবার রানকিন কাউন্টিতে ওই দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও জেলের ভেতর মাদক ও নিষিদ্ধ বস্তু পাচার করার অভিযোগ আনা হয়েছে। সংশোধনাগার বিভাগের পক্ষ থেকে একটি নিউজ রিলিজে এই ঘটনার কথা জানানো হয়েছে।
advertisement
রানকিন কাউন্টি শেরিফের তদন্তকারীরা তাদের ভিডিও দেখে শনাক্ত করেন। আধিকারিকরা জানান ড্রোনের ওড়ার সময় তাদের চিহ্নিত করা হয়। ভিডিওতে দেখা যায় ওই দুজন ড্রোনটি ওড়াচ্ছেন। সংশোধনাগারের কমিশনার বার্ল কেইন জানান দুজনেই তাদের অপরাধ স্বীকার করেছে। কিন্তু তাদের পক্ষে লড়ার জন্য তারা কোন আইনজীবি নিয়োগ করেছেন কিনা তা কর্তৃপক্ষের কাছে পরিস্কার নয়। কারা বিভাগ জানিয়েছে ঘটনাটি ২৬শে অগস্টের। ড্রোনটির মধ্যে পাওয়া গেছে গাঁজা, সেলফোন, সিগারেট লাইটার, হেডফোন। কেইন বলেন ঐ দুই অপরাধী তাদের জেলে বন্দি থাকা বন্ধুদের জন্য এইসব সামগ্রী পাচার করার চেষ্টা করছিল। কিন্তু বেআইনী কাজে ব্যবহৃত ড্রোনটিকেই এখন আইনরক্ষার কাজে আমরা ব্যবহার করছি। পার্লের ১৮৫ কিমি উত্তর অবস্থিত পার্চম্যানে রাজ্যের জেলগুলিতে সুরক্ষার কাজে ড্রোনটি ব্যবহার করা হচ্ছে। তদন্তকারীদের ডিরেক্টর জন হান্ট জানালেন এ বছর ড্রোন আটক করার এটি তৃতীয় ঘটনা।