ভিডিওটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবক হাতে একটি জীবন্ত পোকা ধরে রেখেছে। পরে সেটি গিলে ফেলার চেষ্টা করছে। সেই সঙ্গে ভিডিওতে অনেক কিছু বলছেন তিনি। কিন্তু ভিডিওর একেবারের শেষের অংশ চমকে দেওয়ার মতো। দেখা যাচ্ছে যে, ওই যুবকের মুখ পুরো ফুলে উঠেছে। চোখ, কানও ফুলে গেছে। ঠোঁট ফুলে ঝুলছে বলা যায়।
advertisement
ওই পোকার কামড়ে এমন হয়েছে কিনা জানা যায়নি। তবে ওই যুবকের অবস্থা যে শোচনীয় হয়ে গেছিল, তা ভিডিও দেখেই বোঝা গিয়েছে। রিপোর্টে প্রকাশ, ওই যুবক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে চেয়েছিলেন। তাঁর সেই ইচ্ছা তো পূরণ হয়েছে। কিন্তু তার জেরে বিরাট সমস্যায় পড়তে হয়েছে তাঁকে।
এখন ওই যুবকের শারীরিক অবস্থা কেমন, তা জানা যায়নি। তবে এই ভিডিও দেখিয়ে সকলকে শিক্ষা নিতে বলছেন নেটিজেনরা। এখনকার দিনে সোশ্যাল মিডিয়ায় লাইক পেতে কিংবা ভিউয়ের জন্য অনেকে অনেক কাজ করে থাকেন। কিন্তু এমন জেনেশুনে বিপদ ডেকে নিয়ে আসলে, ফল মোটেও ভাল হয় না। চিনের এই ভাইরাল ভিডিওটি সেই কথাই বলে দিচ্ছে।
আরও পড়ুন, মাতৃবিয়োগ প্রধানমন্ত্রীর, তবু 'কর্মে' বিরতি নয়! ভার্চুয়ালি কলকাতার একগুচ্ছ অনুষ্ঠানে থাকবেন মোদি
আরও পড়ুন, প্রয়াত মোদি-জননী! স্মৃতির সরণি বেয়ে ফিরে দেখা মা-সন্তানের পুরনো অ্যালবাম
ওই যুবকের নাম কিংবা পরিচয় জানা যায়নি। কিন্তু তার শারীরিক অবস্থা মোটেও যে ভাল ছিল না, ভিডিওর শেষ অংশ দেখলেই সেটা বোঝা গিয়েছে।