TRENDING:

৩ মিনিটেই জলের নিচে ২০টি ম্যাজিক ট্রিকস দেখিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম, দেখুন ভিডিও!

Last Updated:

শৈশবে একবার জলে ডুবে গিয়েছিলেন মার্টিন। সেখান থেকেই অনুপ্রেরণা পেয়েছিলেন। জলের ভয় অতিক্রম করতেই এই আন্ডারওয়াটার ম্যাজিক শেখা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ব্রিটেন: মার্টিন রিজ। আপন প্রতিভা বলে আপাতত সংবাদের শিরোনামে রয়েছেন ইংলন্ডের এই জাদুকর। নাম তুলেছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে। কারণ মাত্র তিন মিনিটের মধ্যেই জলের নিচে থেকে ২০টি ম্যাজিক ট্রিকস দেখিয়েছেন তিনি। সম্প্রতি আইভার হিথের পাইনউড স্টুডিওর একটি পুলের মধ্যে এই জাদু দেখিয়েছেন ইংল্যান্ডের হার্টফোর্ডশায়ারের বাসিন্দা মার্টিন।
advertisement

অফিসিয়াল ফেসবুক পেজে মার্টিনের এই ম্যাজিক দেখানোর ভিডিওটি শেয়ার করেছে Guinness World Records। পোস্টটি শেয়ার হওয়ার পর থেকেই মার্টিনের প্রতিভাকে স্বাগত জানিয়েছেন নেটিজেনরা। ১,৩০০-র বেশি লাইক পড়েছে ভিডিওয়। মার্টিনের এই নতুন রেকর্ডের জন্য পোস্টের কমেন্ট বক্সে তাঁকে অভিনন্দন জানিয়েছেন অনেকে।

https://www.facebook.com/watch/?ref=external&v=812105106024075

Times Now-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, শৈশবে একবার জলে ডুবে গিয়েছিলেন মার্টিন। সেখান থেকেই অনুপ্রেরণা পেয়েছিলেন। জলের ভয় অতিক্রম করতেই এই আন্ডারওয়াটার ম্যাজিক শেখা। মার্টিনের কথায়, আজ শৈশবের সেই ভয়কে কাটিয়ে ফেলেছেন তিনি। কারণ জলের নিচে নানা রকমের ম্যাজিক দেখাতে গিয়ে বারবার একাধিক চ্যালেঞ্জ নিতে হয়েছে তাঁকে। অবশ্য, এর পিছনে রয়েছে আরও একটি কারণ। হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের বিনোদনের জন্যও কাজ করেন মার্টিন। এখান থেকেও সব সময়ে অনুপ্রেরণা পান তিনি। নিজের সাফল্য সেই চ্যারিটি প্রোগ্রাম স্প্রেড আ স্মাইল-কেও উৎসর্গ করেছেন তিনি। মার্টিন জানিয়েছেন, বর্তমানে করোনা পরিস্থিতির জেরে হাসপাতালে যেতে পারছেন না। তাই শিশুদের সঙ্গে দেখা করা হয়ে ওঠে না। তবুও খুদেদের আনন্দ দিতে সপ্তাহে দু'-একটি অনলাইন শো করেন তিনি।

advertisement

জলের নিচে ম্যাজিক দেখাতে গিয়ে সমস্যা হয় না? মার্টিনের কথায়, জলের নিচে ম্যাজিক দেখানো বেশ কঠিন। সাধারণ মানুষের চোখে কোনও বিষয় ধরা পড়ার আগেই হাতের মুভমেন্টে নানা ম্যাজিক ট্রিক দেখাতে হয়। কিন্তু জলের নিচে এতটা গতিতে হাতের কারসাজি করা সহজ বিষয় নয়। এখানে হাত এদিক-ওদিক ঘোরানোর গতি কমে যায়। অধিক বলপ্রয়োগও করতে হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

তবে, এটি প্রথম রেকর্ড নয়। এর আগেও একাধিক রেকর্ড গড়েছেন তিনি। রেকর্ড ফর মোস্ট কার্ড, মোস্ট ম্যাজিক ট্রিক ইন সিঙ্গল স্কাইডাইভ, মোস্ট ম্যাজিক ট্রিকস ইন ব্লাইন্ডফোল্ড, তিন মিনিটের মধ্যে একটি টানেলের মধ্যে সর্বাধিক ম্যাজিক ট্রিক দেখানোসহ একাধিক রেকর্ড রয়েছে মার্টিনের নামে।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
৩ মিনিটেই জলের নিচে ২০টি ম্যাজিক ট্রিকস দেখিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম, দেখুন ভিডিও!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল