তদন্তকারী পুলিশ অফিসার জানিয়েছেন মালয়েশিয়ার সাবাহ-তে সেমপোরনা অঞ্চলে ডাইভিং ইনস্ট্রাক্টর হিসেবে ফ্রিলান্সিং করছিলেন ২৭ বছরের ওই যুবক। সিপাডান আইল্যান্ড পার্ক এবং টুন সাকারান মেরিন পার্কে এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে অভিযোগ।
ইন্টারনেটে ভাইরাল হয়ে পড়েছে পর্যটককে ডাইভিং ইনস্ট্রাক্টরের চুম্বন দৃশ্য। তার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাঁদের চ্যাটের স্ক্রিনশটও। চিনে ফিরে যাওয়ার আগে সেম্পোরনা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ওই তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতে ট্রেনারকে গ্রেফতার করা হয়েছে। জেলায় স্থানীয় ওয়াটার ভিলেজ থেকে গ্রেফতার হন তিনি।
advertisement
সাবাহ-এর পর্যটন, সংস্কৃতি তথা পরিবেশমন্ত্রী ক্রিস্টিনা লিউ এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, কোভিড অতিমারি পর্বে পেরিয়ে ধীরে ধীরে আগের অবস্থায় ফিরছে পর্যটন। সে সময় এই ঘটনা পর্যটন ব্যবসাকে ব্যাহত করতে পারে বলে তাঁর আশঙ্কা। পর্যটন ব্যবসায়ীদের কাছে তাঁর আর্জি, নিরাপদ পরিষেবা পর্যটকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সে দিকেও নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।