TRENDING:

Malala Yousafzai Wedding: চুপিসারে বিয়েটা সেরে ফেললেন নোবেলজয়ী পাকিস্তানি কন্যা মালালা ইউসুফজাই

Last Updated:

Malala Yousafzai gets Married: ট্যুইটারে নিজের বিয়ের কথা জানান মালালা ৷ বেশ কয়েকটি ছবিও শেয়ার করেন তিনি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বার্মিংহ্যাম: বিয়েটা সেরেই ফেললেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই (Malala Yousafzai gets Married) ৷ নিজের দেশে বিয়ে করা সম্ভব নয় ৷ তাই বার্মিংহ্যামে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তা অসর মালিককে বিয়ে করলেন মালালা ৷ একটি ছোট্ট ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমেই বিয়ে সম্পন্ন হল ৷ ট্যুইটারে নিজের বিয়ের কথা জানান মালালা ৷ সেইসঙ্গে বেশ কয়েকটি ছবিও শেয়ার করেন তিনি ৷
Photo: Twitter
Photo: Twitter
advertisement

আরও পড়ুন- মাত্র ২০ হাজার টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, প্রতি মাসে ৪ লক্ষ টাকা পর্যন্ত আয় সম্ভব !

ট্যুইটারে নিজের বিয়ের কথা ঘোষণা করে মালালা লেখেন,  ‘‘আজকের দিনটি আমার জীবনের একটি মূল্যবান দিন। অসর এবং আমি জীবনের পার্টনার হতে গাঁটছড়া বেঁধেছি। আমরা আমাদের পরিবারের সঙ্গে বার্মিংহামের বাড়িতে একটি ছোট নিকাহ অনুষ্ঠানের আয়োজন করেছি। আমাদের জন্য আপনারা প্রার্থনা করবেন। একসঙ্গে গোটা জীবন চলার জন্য যাত্রা শুরু করতে পেরে আমরা উচ্ছ্বসিত ৷ ’’

advertisement

এই নতুন বিবাহিত দম্পতিকে অনেক অভিনন্দন জানিয়েছেন দেশে-বিদেশের বিভিন্ন সেলিব্রিটিরা। প্রিয়াঙ্কা চোপড়া জোনাস তাঁর Instagram স্টোরিজে মালালাকে তাঁর জীবনের একটি নতুন অধ্যায় শুরু করার জন্য অভিনন্দন জানান।

আরও পড়ুন-অনেক সমস্যার সমাধান, ধনে বীজ ভেজানো জলের উপকারিতার কথা জানেন কি?

কানাডিয়ান ব্লগার এবং টক শো হোস্ট লিলি সিংও (Lilly Singh) মালালাকে অভিনন্দন জানিয়েছেন। অন্য দিকে, হলিউড তারকা রিজ উইদারস্পুন (Reese Witherspoon) মালালার বিয়ের অনুষ্ঠানকে একটি 'আনন্দময় মুহূর্ত' বলে অভিনন্দন জানিয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পর্যটকদের জন্য বড় সুখবর, দুর্যোগ কাটিয়ে ফের শুরু হল জঙ্গল সাফারি! তবে সব জায়গায় নয়
আরও দেখুন

মজার ব্যাপার হল, চলতি বছরেরই জুলাই মাসে, মালালা ব্রিটিশ ভোগ ম্যাগাজিনকে (Vogue magazine) দেওয়া এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে তাঁর মতামত ব্যক্ত করে বলেছিলেন, তিনি আজও বুঝতে পারেন না সমাজে বিয়ের প্রয়োজনীয়তা ঠিক কী? তিনি নিজেও নিশ্চিত নন বিয়ে করবেন কি না? মালালার কথায়, জীবনে চলার পথে যদি একজন সঙ্গীর প্রয়োজন হয় তবে বিয়ের মূল্য কোথায়? এ হেন মালালা শেষমেশ ঘাঁটছড়া বেঁধেই নিলেন তাঁর জীবনসঙ্গীর সঙ্গে!

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Malala Yousafzai Wedding: চুপিসারে বিয়েটা সেরে ফেললেন নোবেলজয়ী পাকিস্তানি কন্যা মালালা ইউসুফজাই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল