কালেব জন্মদিনে পাওয়া সেই উপহার টিকিটেই প্রথমবারে কোটিপতি হয়েছে। তার কথায়, 'আমি তো হতবাক। ভাবতেই পারছি না। আমি ও মা মাছ ধরতে যাচ্ছিলাম। রাস্তাতেই টিকিটটা স্ক্র্যাচ করি। সেখানেই দেখি কোটিপতি হয়ে গেছি আমরা'। বাড়ি থেকে মাছ ধরতে বেরিয়ে সঙ্গে কোনও পরিচয়পত্র ছিল না। ফলে লটারি জেতার আনন্দে ফের গাড়ি ঘুরিয়ে বাড়ি ফেরে মা ও ছেলে।
advertisement
আরও পড়ুন: কুকুরের ডাকের মতো ঘেউ ঘেউ ও চিৎকার করে কথা বলে গোটা পরিবার, দেখেও বিশ্বাস করা কঠিন!
আরও পড়ুন: দুরারোগ্য অসুখে আক্রান্ত সেলিন ডিয়ন, টাইটানিকের গায়িকা চিরতরে হারাতে পারেন সুর!
আইডি কার্ড নিয়ে সোজা চলে যায় টিকিটের টাকা নিতে। মুহূর্তের মধ্যে স্ক্র্যাচ করা টিকিটে কোটিপতি হয়ে যায় ১৮-র তরুণ। টাকা পেয়ে তার বক্তব্য, 'একেবারে সেরা উপহার'। ঠাকুমাকে ধন্যবাদ জানাতে ভোলেনি কোটিপতি কালেব। কী করবে সে এত টাকা নিয়ে? কালেব জানায়, কলেজের টাকাপয়সা, ফি জমা দেবে, ভবিষ্যতের সঞ্চয় হিসেবে রেখে দেবে।