লিসবনের ঐতিহাসিক ওই তারযুক্ত রেলগাড়ি, যা ‘গ্লোরিয়া ফিউনিকুলার’ নামে পরিচিত, শহরের অন্যতম ঐতিহ্য এবং পর্যটকদের জনপ্রিয় আকর্ষণ। রাস্তার খাড়া ঢাল বেয়ে নামার সময়ে আচমকাই দুর্ঘটনা ঘটে। লাইনচ্যুত হয়ে উল্টে যায় ঐতিহ্যবাহী Elevador da Gloria (Glória Funicular)। বুধবার সন্ধ্যা ৬টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে ৷
advertisement
প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রামটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাল বেয়ে দ্রুত নেমে আসছিল। কিছুক্ষণের মধ্যেই লাইনচ্যুত হয়ে পাশের একটি বহুতল আবাসনে ধাক্কা মেরে উল্টে যায়। দুর্ঘটনার পরে প্রকাশিত একটি ছবিতে দেখা গিয়েছে, ট্রামটি দুমড়ে-মুচড়ে একপাশে কাত হয়ে পড়ে রয়েছে।
Firefighters carrying the body of a person on a stretcher at the site of a derailed electric streetcar in Lisbon, Portugal, Wednesday, Sept. 3, 2025. (AP Photo/Armando Franca)
আরও পড়ুন– সাগরে নিম্নচাপ অঞ্চল, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস !
দুর্ঘটনার পরেই শুরু হয় উদ্ধারকাজ। পুলিশ জানিয়েছে, দুই ঘণ্টার মধ্যে মৃত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েক জন বিদেশি পর্যটক এবং এক শিশুও রয়েছে বলে সংবাদসংস্থা সূত্রে খবর। তবে এখনও পর্যন্ত দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি।