TRENDING:

শ্রীলঙ্কার ছায়া পাকিস্তানে! রক্ষাকর্তা হিসেবে উঠে আসছে সেই ভারতেরই নাম

Last Updated:

Pakistan News: ব্যবসায়ীদের বক্তব্য, বন্যার কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে চাহিদার তুলনায় সরবরাহও হচ্ছে কম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ইসলামবাদ: শ্রীলঙ্কার পর এ-বার পাকিস্তান! প্রতিবেশী দেশ শ্রীলঙ্কাকে মূল্যস্ফীতির সঙ্গে লড়াই করতে করতে বিধ্বস্ত হতে আমরা সকলেই দেখেছি। কিন্তু এই মুহূর্তে সেই একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে পাকিস্তানও। ভারতের পড়শি এই দেশেও বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম। আর তার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে আকাশ ছুঁয়েছে শাক-সবজির দরও।
ভারতের মুখাপেক্ষী পাকিস্তান
ভারতের মুখাপেক্ষী পাকিস্তান
advertisement

সংবাদমাধ্যম লাইভমিন্ট-এর থেকে পাওয়া খবর অনুযায়ী, লাহোর এবং ইসলামাবাদ-সহ একাধিক বড় শহরে শাক-সবজি ও ফলের দাম বেড়ে গিয়েছে। ফলে এখন ভারত থেকে পেঁয়াজ এবং টম্যাটো আমদানির পরিকল্পনা করছে পাকিস্তান সরকার।

ব্যবসায়ীদের বক্তব্য, বন্যার কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে চাহিদার তুলনায় সরবরাহও হচ্ছে কম। এই কারণে খুচরো বাজারে ফল এবং সবজির দাম হু হু করে বাড়ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে, রবিবার লাহোরের বাজারে প্রতি কেজি টম্যাটো ৫০০ টাকা এবং প্রতি কেজি পেঁয়াজ ৪০০ টাকা হয়ে যায়। লাহোরের এক জন পাইকারি ব্যবসায়ী বলেছেন যে, দেশের কিছু কিছু অংশে এই দুই সবজির পাইকারি দাম ১০০ টাকা হলেও বাজারে যেতে যেতে দাম প্রায় চার-পাঁচ গুণ বেড়ে যায়। ওই ব্যবসায়ী আরও বলেন যে, বালুচিস্তান, সিন্ধু এবং দক্ষিণ পঞ্জাবের বন্যা পরিস্থিতির কারণে সবজির উৎপাদন ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আগামী দিনে দাম আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

advertisement

আরও পড়ুন: 'পার্থ-অনুব্রত-ববি চোর, আর আপনারা সাধু!', গ্রেফতারির পর এই প্রথম মমতার মুখে পার্থর নাম

এমনকী প্রতি কেজির দাম ৭০০ টাকায় পৌঁছনোর সম্ভাবনা

পাইকারি ব্যবসায়ী জাওয়াদ রিজভী বলেন যে, ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে উৎপাদন কমে যাওয়ায় তৈরি হওয়া এই পরিস্থিতির মোকাবিলায় দ্রুত কোনও কার্যকর পদক্ষেপ না-করা হলে এখানে টম্যাটো এবং পেঁয়াজের দাম কেজি প্রতি ৭০০ টাকায় পৌঁছে যাবে। নিত্য প্রয়োজনীয় সবজি আলুর দামও ৪০ টাকা থেকে বেড়ে ১২০ টাকা হয়ে গিয়েছে।

advertisement

ওয়াঘা সীমান্ত থেকে পেঁয়াজ-টম্যাটো নিয়ে আসা হবে

বর্তমানে তোরখাম সীমান্ত দিয়ে আফগানিস্তান থেকে পেঁয়াজ এবং টম্যাটো আসে লাহোর এবং পঞ্জাবের শহরগুলিতে। কিন্তু অপর্যাপ্ত সরবরাহের কারণে পাকিস্তান সরকার এখন ভারত থেকে তা আমদানির প্রস্তুতি নিচ্ছে। ওয়াঘা সীমান্ত দিয়েই এই সবজি আমদানি করা হবে। লাহোর বাজার কমিটির সচিব শাহজাদ চিমা বলেন, তোরখাম বর্ডার থেকে প্রতিদিন প্রায় ১০০ কন্টেনার টম্যাটো এবং ৩০ কন্টেনার পেঁয়াজ আনা হয়।

advertisement

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর পরিবারের সম্পত্তি বৃদ্ধি নিয়ে মামলা হাই কোর্টে, ২০১৩ সালের উল্লেখ!

ভারতই বিকল্প কেন?

সেরা ভিডিও

আরও দেখুন
বড়দিনের আগে ঝপাঝপ বেক হচ্ছে কেক, কিন্তু পাহাড় থেকে অর্ডার হাতেগোনা! মন্দার আশঙ্কা
আরও দেখুন

পাকিস্তান বর্তমানে আফগানিস্তান থেকে পেঁয়াজ-টম্যাটো আমদানি করছে, যা তাদের প্রয়োজনের তুলনায় অনেকটাই কম। ইরান থেকে শাক-সবজি কেনার বিকল্প রয়েছে পাকিস্তানের হাতে। তবে ইরান সরকার রফতানি কর বাড়িয়ে দেওয়ায় সরকারের জন্য তা ব্যয়বহুল হয়ে যাবে। অথচ অন্য দিকে, পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আমদানি করলেই শুধুমাত্র খরচটা কম হবে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
শ্রীলঙ্কার ছায়া পাকিস্তানে! রক্ষাকর্তা হিসেবে উঠে আসছে সেই ভারতেরই নাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল