ইরানে উত্তাল পরিস্থিতির মাঝে প্রবাসী ভারতীয়দের জন্য একটি নির্দেশিকা জারি করল ভারতের বিদেশ মন্ত্রক। বুধবার, বিদেশে থাকা ভারতীয়দের আপাতত ইরানে যেতে নিষেধ করা হয়েছে ওই নির্দেশিকায়। প্রসঙ্গত, ইরানে এই মুহূর্তে সরকার বিরোধী আন্দোলনে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ওই নির্দেশিকা অনুসারে, দেশের নাগরিকদের এই মুহূর্তে তেহরানে যেতে নিষেধ করা হয়েছে।
এই নির্দেশিকায় বলা হয়েছে, “ইরানের সাম্প্রতিক যা ঘটনাপ্রবাহ চলছে তার উপর ভিত্তি করে ভারতীয় প্রত্যেক নাগরিককে আপাতত ইরানে ভ্রমণ সম্পূর্ণ নিষেধ করার পরামর্শ দেওয়া হচ্ছে।”
advertisement
এর আগে ইরানে বসবাসকারী ভারতীয় বা ভ্রমণের জন্য যাওয়া ভারতীয়দের দ্রুত সেই দেশ ছাড়ার নির্দেশ দিয়েছিল বিদেশমন্ত্রক। এরপরেই বুধবার পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কোনওভাবেই ইরানে যেতে নিষেধ করা হল বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে।
একটি বিবৃতিতে মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়, ভারতীয় পড়ুয়া, তীর্থযাত্রী, ব্যবসায়ী, এবং ভ্রমণার্থীদের ওই অঞ্চল থেকে দ্রুত ছেড়ে চলে আসার পরামর্শ দেওয়া হয়।
একই সঙ্গে ওই অঞ্চলে থাকা দেশের নাগরিকদের পাসপোর্ট এবং যাবতীয় নথি সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে বিদেশ মন্ত্রক। এছাড়াও, যেকোনো সমস্যায় পড়লে দ্রুত সম্ভব ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে বিদেশ মন্ত্রক।
ইরানে এই পরিস্থিতির প্রেক্ষিতে ইতিমধ্যেই হেল্পলাইন নম্বর এবং ইমেইল আইডি চালু করেছে বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, “ভারতীয় দূতাবাসের ক্ষেত্রে ইমারজেন্সি হেল্পলাইন নম্বর গুলি হল- +989128109115, +989128109109, +989128109102, +989932179359. Email: cons.tehran@mea.gov.in,”
