TRENDING:

কাপে ডুবিয়ে চা খেয়েছিলেন রানি, সেই টি ব্যাগ অনলাইনে বিক্রি হচ্ছে আকাশছোঁয়া দামে!

Last Updated:

রানি ৯০-এর দশকের কোনও এক সময়ে সেই টি ব্যাগটি কাপে ডুবিয়ে চা খেয়েছিলেন। ব্যবহারের পরে সেই টি ব্যাগটি উইন্ডসোর দুর্গ থেকে পাচার করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#স্কটল্যান্ড: ৯৬ বছরের রানি এলিজাবেথ ব্রিটেনের রাজপরিবারের শীর্ষ পদে, অর্থাৎ সম্রাজ্ঞী হয়ে তিনি ছিলেন সর্বোচ্চ সময়কাল৷ রানির সম্পত্তির পরিমাণ নিয়ে জোর চর্চা চলছে তাঁর মৃত্যুর পর থেকেই। শুধু তা-ই নয়, রাজপরিবারের কে কে কোন সম্পত্তির অধিকারী হবেন, তা নিয়ে আগ্রহের শেষ নেই সারা পৃথিবীতে।
advertisement

বহু মানুষ রানিকে সম্মান জানানোরর জন্য ব্রিটিশ শাসকের সঙ্গে সম্পর্কিত কিছু জিনিস নিলাম করার চেষ্টা করছেন। এমনই সময়ে চমকপ্রদ তথ্য প্রকাশ্যে এল। রানির মৃত্যুর পরে তাঁর ব্যবহার করা একটি টি ব্যাগ অনলাইন বিক্রিবাট্টার তালিকায় চলে এসেছে। কেবল তা-ই নয়, ব্যবহৃত সেই টি ব্যাগটি যা মূল্য নির্ধারণ করা হয়েছে, তা শুনলে চোখ কপালে উঠবে।

advertisement

আরও পড়ুন: ২০২১-এর ট্যুইটে রানির মৃত্যুর তারিখ উল্লেখ! জোর চর্চা ভুডু 'ভবিষ্যদ্বাণী' নিয়ে

আরও পড়ুন: সবচেয়ে বেশিদিন তিনিই ছিলেন ব্রিটেনের সম্রাজ্ঞী, প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ

রানি ৯০-এর দশকের কোনও এক সময়ে সেই টি ব্যাগটি কাপে ডুবিয়ে চা খেয়েছিলেন। ব্যবহারের পরে সেই টি ব্যাগটি উইন্ডসোর দুর্গ থেকে পাচার করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। এখন সেই টি ব্যাগটি ১২ হাজার ডলার দিয়ে অনলাইনে বিক্রি হচ্ছে। ভারতীয় হিসেবে যা প্রায় ৯.৫ লক্ষ টাকা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

যাঁরা প্রশ্ন করছেন, এই টি ব্যাগটি আদৌ রানির ব্যবহার করা কিনা, তাঁদের জন্য ডেকাতুর জর্জিয়ার বাসিন্দার বিক্রেতা একটি শংসাপত্র আপলোড করে দিয়েছেন। সার্টিফিকেট ইনস্টিটিউট অফ এক্সিলেন্স (IECA) দ্বারা জারি করা হয়েছে সেটি। শংসাপত্রে বলা হয়েছে, IECA 'নিম্নলিখিত বিবৃতিগুলি সম্পূর্ণ সত্য বলে চিহ্নিত করেছে।'

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
কাপে ডুবিয়ে চা খেয়েছিলেন রানি, সেই টি ব্যাগ অনলাইনে বিক্রি হচ্ছে আকাশছোঁয়া দামে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল