TRENDING:

লাহোরে বিস্ফোরণ, মৃতের সংখ্যা কমপক্ষে ১০

Last Updated:

সোমবার সন্ধে ৮টা নাগাদ বিস্ফোরণে কেঁপে উঠল লাহোরের পঞ্জাবের বিধানসভা চত্বর ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লাহোর: সোমবার সন্ধে ৮টা নাগাদ বিস্ফোরণে কেঁপে উঠল লাহোরের পঞ্জাবের বিধানসভা চত্বর ৷ পাক সংবাদ সূত্রের খবর অনুযায়ী, সোমবার বিধানসভার বাইকে এক প্রতিবাদী মিছিল চলাকালীন সময়েই এই বিস্ফোরণ হয় ৷ বিধানসভা গেটের সামনেই প্রতিবাদী মিছিলে সামিল হয়েছিলেন বহু মানুষ ৷ পার্কিং লটে রাখা একটি গাড়িবোমা ফেটেই এই বিস্ফোরণ হয় ৷
advertisement

পাক সংবাদসূত্রের খবর অনুযায়ী, সোমবার বিধানসভার বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের ৷ আহতের সংখ্যা প্রায় ৪০ ৷ মৃতদের মধ্যে বেশ কয়েকজন পুলিশকর্মীও রয়েছেন বলে সূত্রের খবর৷ লাহোরের অবসরপ্রাপ্ত ডিআইজি ট্রাফিক আহমেদ মবিন এদিনের বিস্ফোরণে মারা গিয়েছেন৷ এই বিস্ফোরণের কয়েক ঘন্টা আগেই তাঁকে টেলিভিশনের পর্দায় আন্দোলনকর্মীদের সঙ্গে মধ্যস্থতা করতে দেখা যায়৷

advertisement

বিস্ফোরণের পর ঘটনাস্থলে ছুটে যায় দমকলের পাঁচটি ইঞ্জিন, পাক রেঞ্জার্স ও বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ গোটা এলাকা কর্ডন করে ঘিরে ফেলা হয়েছে৷ জারি করা হয়েছে চরম সতর্কতা৷

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিদেশ/
লাহোরে বিস্ফোরণ, মৃতের সংখ্যা কমপক্ষে ১০
Open in App
হোম
খবর
ফটো
লোকাল