TRENDING:

Viral Video: টানা সাত দিন রোজ ডিনারে পাস্তা খেয়েছেন এই মহিলা, শেষে যা হল তুমুল ভাইরাল!

Last Updated:

সম্প্রতি এমনই এক খাবার খাওয়ার একটি খবর ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Viral News)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কথায় আছে, আপ রুচি খানা, পর রুচি পরনা। অর্থাৎ, খাবার খাও নিজের পছন্দের, পোশাক পরো অন্যের পছন্দ মিলিয়ে। বিশ্বজুড়ে নানা ধরনের খাবার এবং একেক মানুষের একেক ধরনের খাবারের প্রতি ঝোঁক। তবে অনেক সময়ই শোনা যায়, রোজই এক খাবার খান কেউ কেউ। তালিকায় রয়েছেন বিখ্যাত ফুটবলার ডেভিড বেকহ্যামের স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যামও। জানা যায়, তিনি প্রায় ২৫ বছর ধরে রোজ একই খাবার খেয়েছিলেন। সম্প্রতি এমনই এক খাবার খাওয়ার একটি খবর ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Viral Video)।
Viral Video
Viral Video
advertisement

এক মহিলা সোশ্যাল মিডিয়ায় ভিডিও (Viral Video) শেয়ার করে দাবি করেছেন, এক সপ্তাহ ধরে রোজ রাতে এক খাবার খেয়েছেন তিনি। আর তার কারণ শুনলে আপনি হতবাক হয়ে যাবেন। ইতালিয়ান জনপ্রিয় খাবার পাস্তা রোজ সাতদিন ডিনারে খেয়েছেন ওই মহিলা। এমনিতেই আজকাল পাস্তা পৃথিবীর বিভিন্ন দেশের মেন্যুতে জায়গা করে নিয়েছে। মাঝে মাঝে একঘেয়েমি কাটাতে বা সন্ধেয় ভারী খাবার হিসেবে অনেকেই পাস্তা খেতে ভালোবাসেন।

advertisement

আরও পড়ুন: থং বিকিনিতে পুলে জলকেলি অনুষার, দেখুন ভাইরাল ভিডিও

ইদানীং পাস্তা তৈরির ক্রিম, চিজ এতটাই সহজলভ্য যে, বাড়িতেও অনেকে পাস্তা বানিয়ে খান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই খবরে মহিলা দাবি করেছেন, রোজ রাতে তিনি পাস্তা খেতেন শুধুমাত্র খুশি হওয়ার জন্য। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়েছে এই ভিডিও (Viral Video)। সেখানে দেখা গিয়েছে মহিলা নিজেই বলছেন, রোজ রাতে তিনি পাস্তা খেয়েছেন, কারণ তিনি খুশি ছিলেন। এই ভিডিওটি (Viral Video) সেলফ ম্যাগাজিন নামক একটি অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয়েছে।

advertisement

আরও পড়ুন: চিড়িয়াখানায় ভালুকের খাঁচায় ৩ বছরের মেয়েকে ছুড়ে দিল মা, তার পর? হাড়হিম ভাইরাল ভিডিও

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর প্রায় ২.৪ মিলিয়ন ভিউজ পেয়েছে এই ভিডিওটি। অনেকেই ভেবেছিলেন, সাতদিন টানা পাস্তা খাওয়ার পর মহিলা জানাবেন, তাঁর ওজন বেড়ে গিয়েছে বা অন্য কিছু। তবে মহিলা বলেছেন, তিনি খুশি ছিলেন বলেই রোজ রাতে তিনি ডিনার করেছেন পাস্তা দিয়ে। অনেকেই মহিলার এমন ব্যঙ্গাত্মক রসিকতাকে কুর্নিশ জানিয়েছেন। অনেকে আবার বলেছেন, ইতালি চলে যান, রোজ খুশি থাকতে পারবেন।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral Video: টানা সাত দিন রোজ ডিনারে পাস্তা খেয়েছেন এই মহিলা, শেষে যা হল তুমুল ভাইরাল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল