Viral Video: চিড়িয়াখানায় ভালুকের খাঁচায় ৩ বছরের মেয়েকে ছুড়ে দিল মা, তার পর? হাড়হিম ভাইরাল ভিডিও
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
এক মা তাঁর তিন বছরের কন্যাসন্তানকে চিড়িয়াখানায় ভালুকের এনক্লোজারে ছুড়ে ফেলে দিল (Viral Video)।
#উজবেকিস্তান: ভয়ংকর বললেও কম বলা হবে, গা শিউড়ে ওঠার মতো এই ভিডিওকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হওয়া এই ভিডিওতে দেখা গিয়েছে, এক মা তাঁর তিন বছরের কন্যাসন্তানকে চিড়িয়াখানায় ভালুকের এনক্লোজারে ছুড়ে ফেলে দিল (Viral Video)। ঘটনাটি উজবেকিস্তানের একটি চিড়িয়াখানায় ঘটেছে। মহিলার বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা করা হয়েছে। উজবেকিস্তানের তাশকেন্ত চিড়িয়াখানার ওই ভিডিওতে দেখা গিয়েছে, রেলিংয়ের ওপারে ফেলার আগে বেশি খানিকটা সময় মেয়েকে ঝুলিয়ে রেখে দিয়েছিল অভিযুক্ত মা।
প্রায় ১৬ ফুট নীচে এনক্লোজারের ট্রেঞ্চে গিয়ে পড়ে শিশুটি। চিড়িয়াখানায় সেই সময় উপস্থিত ব্যক্তিরা এমন হাড়হিম দৃশ্য দেখে চমকে ওঠেন। সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে সেই ভিডিও (Viral Video)। ওই এনক্লোজারের ভিতরে ছিল একটি পূর্ণবয়স্ক ভালুক, নাম জুজু। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিশুটি ওপর থেকে এনক্লোজারে এসে পড়ার পর ভালুকটি এগিয়ে যায় এবং তার আঘ্রাণ নিয়ে সেখান থেকে সরে যায়। মেয়েটিকে কোনও ভাবে আঘাত করেনি জুজু।
advertisement
advertisement
Have You Seen This?#Tashkent, #Uzbekistan A girl survives after her mom recklessly placed her child over the security fence and she fell into a bear sanctuary at #TashkentZoo. The brown bear #Zuzu, slowly approached the girl, sniffed and walked away. pic.twitter.com/dXCZwo8YVa
— Geovanni Villafañe (@RezZureKtedPoeT) January 31, 2022
advertisement
এরই মধ্যে নিরাপত্তারক্ষীরা সেখানে চলে যান এবং এনক্লোজারে ঢুকে আভ্যন্তরীণ অংশে ভালুকটিকে ঢুকিয়ে দেন। এবং সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে নিয়ে যান। প্রায় ৬ জনে মিলে এনক্লোজারে ঢুকে ভালুককে খাবারের প্রলোভন দেখিয়ে ভিতরের অংশে নিয়ে যান তাঁরা। তখনই অভিযুক্তকে মা-কে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা করেছে পুলিশ।
advertisement
আরও পড়ুন: বাংলায় করোনা সংক্রমণের দৈনিক হার কমলেও আতঙ্ক বাড়াচ্ছে মৃত্যু, জানুন আপডেট
মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের বেশ কিছু জায়গায় কেটে গভীর ক্ষত তৈরি হয়েছে। কিন্তু কী কারণে এমন ঘটনা ঘটান ওই মহিলা তা এখনও জানা যায়নি। মহিলাকে বহুবার আটকানোর চেষ্টাও করেিছলেন অন্য দর্শক ও নিরাপত্তারক্ষীরা। সেই ঘটনার ভিডিও আপাতত নজর কেড়েছে গোটা দুনিয়ার।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 03, 2022 9:49 PM IST