Anusha Dandekar Viral Video: থং বিকিনিতে পুলে জলকেলি অনুষার, দেখুন ভাইরাল ভিডিও
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
৪০ বছরের অনুষার এমন উষ্ণ ভিডিও স্বাভাবিক ভাবেই পারদ চড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় (Anusha Dandekar Viral Video)।
#মুম্বই: ভিডিও জকি ও টেলিভিশনের জনপ্রিয় মুখ অনুষা ডান্ডেকর। নিজের চাবুর ফিগার ও ফ্যাশন সেন্সের কারণেও দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছেন অনুষা। সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন নিজের একটি ভিডিও, যা নিমেষে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Anusha Dandekar Viral Video)। থং বিকিনি পরে দুবাইয়ের হোটেলের সুইমিং পুলে জলকেলির ভিডিও নজর কেড়েছে ভক্তদের (Anusha Dandekar Viral Video)।
৪০ বছরের অনুষার এমন উষ্ণ ভিডিও স্বাভাবিক ভাবেই পারদ চড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় (Anusha Dandekar Viral Video)। তিনি ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, 'আমি ভেবেছি তুমি তৈরি... ফিল্টারফ্রি সংস্কৃতি পুরোটাই'। আর সেই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
advertisement
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: মিলিন্দ সোমনের সঙ্গে সেলফি তুলতে চান? আগে করতে হবে 'এই' কাজ! নিয়ম চালু করেছেন অভিনেতা
মাঝে মধ্যেই নিজের জীবনের টুকরো খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অনুষা। বেড়ানো থেকে অলস দুপুর, তাঁর সোশ্যাল দেওয়ালে রয়েছে ভিন্ন স্বাদের ছবি ও ভিডিও। সম্প্রতি ৪০ বছরের জন্মদিন পালন করেছেন তিনি। সেদিন তাঁর সঙ্গে পার্টি করতে দেখা গিয়েছিল বোন শিবানি ডান্ডেকর ও অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে।
advertisement
এবারের বিগ বস ১৫-তে রয়েছেন অনুষার প্রাক্তন বয়ফ্রেন্ড করণ কুন্দ্রা। গত বছরই সম্পর্ক ভেঙে যায় অনুষা ও করণের। সেই সময়ও সোশ্যাল মিডিয়ায় তাঁদেরকে নিয়ে ব্যাপক চর্চা হয়েছিল।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 30, 2022 3:48 PM IST