Milind Soman Seflie Rule: মিলিন্দ সোমনের সঙ্গে সেলফি তুলতে চান? আগে করতে হবে 'এই' কাজ! নিয়ম চালু করেছেন অভিনেতা

Last Updated:

ভক্ত সেলফি তোলার অনুরোধ করেন, তবে তাঁকে দিয়ে একটি কাজ করান মিলিন্দ (Milind Soman Seflie Rule)।

Milind Soman Seflie Rule
Milind Soman Seflie Rule
#মুম্বই: অভিনেতা, মডেল, ফিটনেস গুরু থেকে ভারতের আয়রনম্যান। সবই মিলিন্দ সোমন (Milind Soman Seflie Rule)। আট থেকে আশির মহিলাদের মনে বিরাট জায়গা তাঁর জন্য। অভিনয় ও মডেলিংয়ের চেয়ে ইদানীং তাঁকে ফিটনেস গুরু হিসেবেই বেশি দেখা যায়। মাঝে মাঝেই ম্যারাথন কিংবা নানা ধরনের কঠিন ওয়ার্কআউটের ছবি ও ভিডিও পোস্ট করে বাকিদের অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করেন তিনি। সঙ্গী তাঁর ৮০ বছরের মা ও নিজের বয়সে প্রায় অর্ধেক বয়সের স্ত্রী অঙ্কিতা কোনওয়ার। ইনস্টাগ্রামে হামেশাই এমন অনুপ্রেরণামূলক ছবি ও ভিডিও পোস্ট করে থাকেন মিলিন্দ।
তবে সম্প্রতি জানা গিয়েছে, রাস্তাঘাটে কোথাও মিলিন্দ সোমনের সঙ্গে কোনও ভক্তের দেখা হলে, যদি সেই ভক্ত সেলফি তোলার অনুরোধ করেন, তবে তাঁকে দিয়ে একটি কাজ করান মিলিন্দ (Milind Soman Seflie Rule)। কী সেই কাজ? মিলিন্দের সঙ্গে সেলফি তুলতে হলে কোনও মহিলাকে দিতে হবে অন্তত ১০ টি ডনবৈঠক এবং পুরুষ হলে সেটি হবে দ্বিগুণ। এর কারণও নিজের ইনস্টাগ্রামে জানিয়েছেন মিলিন্দ (Milind Soman Seflie Rule)। সঙ্গে শেয়ার করেছেন এবং ভক্তদের ছবি যাঁরা ডনবৈঠক দেওয়ার পর সেলফি তুলতে পেরেছেন অভিনেতার সঙ্গে।
advertisement
advertisement
advertisement
কেন এমন নিয়ম চালু করেছেন মিলিন্দ? নিজের ইনস্টাগ্রামের পোস্টে সেই জবাবও দিয়েছেন তিনি। তাঁর কথায়, 'আলসেমিকে জয় করুন। সেলফি এরা শুরুর সময় থেকে আমি একটি নিয়ম চালু করেছি। ডনবৈঠক না দিলে সেলফি তোলা যাবে না। এর আসল কারণ ছিল যাতে মানুষ সেলফি তুলতে না চান, কিন্তু আমার উপলব্ধি হল, খুশি খুশি মোটামুটি সকলেই ডনবৈঠক দিতে রাজি হয়ে যান। মেয়েদের ১০, ছেলেদের জন্য ২০ টি কারণ আমার ৮০ বছরের মা তা-ই করেন। পারলে আরও করতে ইচ্ছে করবে, নয়তো পারার জন্য সেই জায়গায় ফিটনেস নিয়ে যাওয়ার ইচ্ছে হবে। তবে অন্তঃসত্ত্বা, আহত ও ইউনিফর্ম পরাদের জন্য এই নিয়ম নেই। আজ থেকে আরও ভালো কালকের জন্য প্রস্তুতি নিন'।
advertisement
আরও পড়ুন: দেশের কোভিডগ্রাফ নিম্নমুখী, চিন্তা বাড়াচ্ছে দৈনিক সংক্রমণের হার! জানুন আপডেট
জানা গিয়েছে, ফিটনেসের জন্য প্রতিদিন সকাল ১০ টায় ব্রেকফাস্ট করেন মিলিন্দ। থাকে মরশুমি কোনও ফল। ২ টোয় লাঞ্চ সারেন, সবজির খিচুড়ি ও কোনও তরকারি। কখনও আবার ৬টি রুটি ও ৩ পিস চিকেন খান। বিকেলে খান গুড় দেওয়া এক কাপ কালো চা। সন্ধে ৭ টায় ডিনার সারেন, একবাটি সবজি সেদ্ধ দিয়ে। রাতে আমিষ একেবারেই খান না।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Milind Soman Seflie Rule: মিলিন্দ সোমনের সঙ্গে সেলফি তুলতে চান? আগে করতে হবে 'এই' কাজ! নিয়ম চালু করেছেন অভিনেতা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement