advertisement
একই সঙ্গে মুশরফ ওই সাক্ষাত্কারে স্বীকার করছেন, জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য মুজাহিদিন সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল পাকিস্তানেই৷ মুশারফ বলছেন, 'যে সব কাশ্মীরিরা পাকিস্তানে আসেন, তাঁদের এখানে হিরোর সম্মান দেওয়া হয়৷ আমরা ওঁদের প্রশিক্ষণ দিয়েছি, সমর্থন জানিয়েছি৷ আমরা ওঁদের মুজাহিদিন আখ্যা দিয়েছি, যাঁরা ভারতীয় সেনার বিরুদ্ধে লড়েন৷ এই সময়কালটায় লস্কর ই তৈবা-র মতো বেশ কিছু সংগঠনের উত্থান হয়৷ ওঁরা আমাদের কাছে হিরো৷ কারণ ওঁরা জেহাদি৷'
পাকিস্তানের রাজনীতিবিদ ফরহাতুল্লা বাবর ট্যুইটারে মুশারফের ভিডিওটি শেয়ার করতেই ভাইরাল হয়ে গিয়েছে৷ পাকিস্তানের প্রাক্তন সেনাশাসকের কথায়, '১৯৭৯ সালে, আমরা আফগানিস্তানে ধর্মীয় যোদ্ধাদের তৈরি করি পাকিস্তানের স্বার্থে এবং সোভিয়েতদের তাড়ানোর জন্য৷ আমরা গোটা বিশ্ব থেকে মুজাহিদিনদের নিয়ে আসি, প্রশিক্ষণ দিই, অস্ত্র সরবরাহ করি৷ তালিবানদের ট্রেনিং দিয়েছি৷ ওঁরা আমাদের কাছে হিরো ছিলেন৷ হক্কানি আমাদের হিরো ছিলেন৷ ওসামা বিন লাদেন আমাদের হিরো ছিলেন৷ আয়মান আল জাওয়াহিরি আমাদের হিরো ছিলেন৷ তারপর বিশ্বের পটপরিবর্তন হল৷ বিশ্ব এই বিষয়গুলিকে অন্য ভাবে দেখতে লাগল৷ আমাদের হিরোরা অচিরেই ভিলেন হয়ে গেলেন৷'
২০১৬ সালের মার্চ থেকে দুবাইয়ে বসবাস করছেন ৭৬ বছর বয়সি অবসরপ্রাপ্ত সেনাপ্রধান পারভেজ মুশারফ৷