TRENDING:

ভারতীয়দের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল কুয়েত, কয়েক লক্ষের কর্মহীন হওয়ার আশঙ্কা

Last Updated:

কুয়েতে কর্মরত ভারতীয়দের সংখ্যা ১৫ শতাংশে বেঁধে রাখার প্রস্তাব দেওয়া হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কুয়েতসিটি: এবার ভারত-সহ এশিয়ার বেশ কয়েকটি দেশের নাগরিকদের উপরে নিষেধাজ্ঞা জারি করল কুয়েত ৷ এর ফলে কয়েক লক্ষ ভারতীয়ের কর্মহীন হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে৷ ভারত ছাড়াও পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ইরান এবং ফিলিপিন্সের নাগরিকদের প্রবেশের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে কুয়েত৷ সাড়ে তিন মাস পর আন্তর্জাতিক বিমান পরিষেবাও শুরু করছে কুয়েত৷
advertisement

কুয়েতে এই বিপুল সংখ্যক ভারতীয় নাগরিক কর্মসূত্রে বসবাস করেন৷ তাঁদের একটা বড় অংশই অবশ্য করোনা অতিমারির জেরে দেশে ফিরে এসেছেন৷ আবার এমন অনেকে রয়েছেন, যাঁদের ভিসার মেয়াদ ফুরিয়ে এসেছে ৷ অনেকে পরিবার নিয়েও কুয়েতে থাকেন৷ এঁদের সবারই ভবিষ্যৎ অনিশ্চিত৷

ভারতীয় বিদেশমন্ত্রক কুয়েতের এই সিদ্ধান্ত সম্পর্কে অবগত৷ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে ৷

advertisement

কুয়েতের ইন্ডিয়া সাপোর্ট গ্রুপের সভাপতি রাজপাল ত্যাগি আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, ছুটি নিয়ে যাঁরা দেশে ফিরেছেন, তাঁরা এবার কুয়েতে না ফিরতে পারলে সব সংস্থাই সেই সমস্ত কর্মীদেরল বরখাস্ত করবে৷

কুয়েতে কর্মরতভারতীয়দের জন্য সেদেশে নতুন আইন তৈরি হচ্ছে৷  নতুন আইন অনুযায়ী, কুয়েতে কর্মরত ভারতীয়দের সর্বোচ্চ সংখ্যা ১৫ শতাংশে বেঁধে রাখার প্রস্তাব দেওয়া হয়েছে৷ এই আইন লাগু হলে সাড়ে আট লক্ষ ভারতীয়কে কুয়েত থেকে ফিরে আসতে হতে পারে৷ নতুন আইন অনুযায়ী, কুয়েতে সংস্থাগুলোয় কত সংখ্যক বিদেশি নাগরিককে চাকরি দেওয়া যাবে, তার নির্দিষ্ট সংখ্যা বেঁধে দেওয়া হবে৷ কুয়েতের নাগরিক এবং বিদেশিদের মধ্যে ভারসাম্য রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার৷

advertisement

কুয়েতে কর্মরত ভারতীয়দের সংখ্যা ১৫ শতাংশে বেঁধে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এর পাশাপাশি শ্রীলঙ্কা, ফিলিপিন্সের মতো দেশগুলির জন্য ১০ শতাংশ সংরক্ষণ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে৷ আর পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভিয়েতনামের নাগরিকদের জন্য ৫ শতাংশ সংরক্ষণ রাখা হয়েছে৷

কুয়েতে প্রায় দশ লক্ষ ভারতীয় কর্মসূত্রে বসবাস করেন৷ নতুন আইন চালু হলে তার মধ্যে সাড়ে আট লক্ষকেই ফেরত আসতে হতে পারে৷ কুয়েতের মোট জনসংখ্যা ৪৫ লক্ষ৷ তার মধ্যে কুয়েতের নাগরিক মাত্র ১৩ থেকে সাড়ে ১৩ লক্ষ৷ জনসংখ্যার সিংহভাগই ভারত সহ অন্যান্য দেশগুলির নাগরিক৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

কুয়েত ভারতীয়দের প্রবেশে যে নিষেধাজ্ঞা জারি করেছে তার পিছনে বিমান পরিষেবা শুরু করা নিয়ে টানাপোড়েনও অন্যতম কারণ হতে পারে৷ কুয়েতের বিমান সংস্থাগুলি ভারতে বিমান পরিষেবা শুরু করতে আগ্রহী৷ কিন্তু এই মুহূর্তে সেই অনুমতি দিচ্ছে না ভারত৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
ভারতীয়দের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল কুয়েত, কয়েক লক্ষের কর্মহীন হওয়ার আশঙ্কা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল