উত্তর কোরিয়ার জাতীয় সংবাদমাধ্যম থেকে তিন সপ্তাদের জন্য হঠাৎ উধাও হয়ে যান কিম জং উন। সারা বিশ্বে তোলপাড় পড়ে যায়। লোকে বলতে শুরু করে, গত হয়েছেন উত্তর কোরিয়ার শাসক। কিন্তু ধূমকেতুর মতো ফের কয়েকদিন বাদে হাসি মুখে দেখা যায় কিমকে। একটি সরকারি অনুষ্ঠানে। স্পষ্ট হয়, তাঁর মৃত্যু হয়নি। স্কাই নিউজ অস্ট্রেলিয়া দাবি করেছে, কিম জং উন স্ট্যালিনের কায়দায় নিজের চারপাশটা একবার যাচাই করে নিতেই এই ফন্দি করেছিলেন। ফিরে আসার পর হয়ত তিনি বিচার করে দেখবেন, কারা তাঁর মৃত্যুতে উৎফুল্ল হয়ে প্রশাসনের উচ্চাসনে বসার স্বপ্ন দেখতে শুরু করেছিলেন। হতে পারে তাঁদের মধ্যে থেকে কয়েকজনকে সরিয়েও দেবেন তিনি।
advertisement
কিমের মৃত্যুর খবর দিয়েছিলেন যাঁরা, সেই তালিকায় ওপরের দিকে থাকবেন ব্রিটেনে উত্তর কোরিয়ায় দূত থে ইযং হু। তিনি প্রকাশ্যে দাবি করেছিলেন, কিম জং উন অসুস্থ, হাসপাতালে ভর্তি। যদিও পরে তিনি খবরের সত্যতা নেই জানিয়ে ক্ষমা প্রার্থনাও করেছেন।