TRENDING:

শরীর খারাপ ! উত্তর কোরিয়ায় `সেকেন্ড ইন কমান্ড ' তৈরি করলেন কিম

Last Updated:

ত্তর কোরিয়ায় কিম জং-উনের অধীনে একটি নতুন ‘পদ’ তৈরি করা হয়েছে। এই পদের ব্যক্তি কার্যত তাঁর ‘সেকেন্ড ইন কমান্ড ’ হিসেবে কাজ করবেন। দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম আজ মঙ্গলবার এ খবর দিয়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

এই পদের ব্যক্তি কার্যত তাঁর ‘সেকেন্ড ইন কমান্ড ’ হিসেবে কাজ করবেন। দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম আজ মঙ্গলবার এ খবর দিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। উত্তর কোরিয়ার রাজনীতির অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে অবগত, নাম প্রকাশ না করা এমন সূত্রের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ সংবাদ সংস্থা জানায়, কিম জং-উনের ‘সেকেন্ড ইন কমান্ড’ বা দ্বিতীয় প্রধানের পদ তৈরি করতে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দল তাঁদের বিদ্যমান বিধিতে সংশোধনী এনেছে।

advertisement

কিম জং-উনের সেকেন্ড ইন কমান্ড পদটির নাম দেওয়া হয়েছে ‘ফার্স্ট সেক্রেটারি’। এ পদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কিম জং-উনের পক্ষে দলীয় সভায় সভাপতিত্ব করবেন। কিম জং-উন নিজে ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত ‘ফার্স্ট সেক্রেটারি’ পদমর্যাদা ব্যবহার করেছিলেন। গত জানুয়ারি মাসে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার সম্মেলনে কিম জং-উন দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কিম জং-উনের আগে সবশেষ তাঁর বাবা ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক ছিলেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

দলের সাধারণ সম্পাদক হয়ে কিম জং-উন তাঁর ক্ষমতাকে আরও দৃঢ় করেন। তবে গত কয়েকদিন ধরে তাঁর শরীর ভাল যাচ্ছে না। নিয়মিত ডাক্তার পর্যবেক্ষণে রেখেছেন। কিন্তু উচ্চ রক্তচাপ জনিত সমস্যা রয়েছে। সেই কারণে হঠাৎ করে যদি কোনও দুর্ঘটনা ঘটে যায়, সেক্ষেত্রে বাকিদের যাতে সিদ্ধান্ত নিতে অসুবিধা না হয়, তার প্রস্তুতি এখন থেকেই করে রাখছেন কিম।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
শরীর খারাপ ! উত্তর কোরিয়ায় `সেকেন্ড ইন কমান্ড ' তৈরি করলেন কিম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল