TRENDING:

Bangladesh: মাথা লক্ষ্য করে পর পর গুলি, বাংলাদেশে সংখ্যালঘু ছাত্রের নৃশংস পরিণতি! কেন খুন অর্ণব?

Last Updated:

খুলনা বিশ্ববিদ্যালয়ের এমবিএ পড়ুয়া ছিলেন অর্ণব৷ শুক্রবার রাতে খুলনার তেঁতুলতলা মোড়ে একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খুলনা: এবার বাংলাদেশে মাথায় গুলি করে খুন করা হল এক সংখ্যালঘু ছাত্রকে৷ মৃত ওই ছাত্রের নাম অর্ণবকুমার সরকার৷ ২৬ বছর বয়সি ওই যুবক খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন৷
নিহত অর্ণবকুমার সরকার৷
নিহত অর্ণবকুমার সরকার৷
advertisement

খুলনা বিশ্ববিদ্যালয়ের এমবিএ পড়ুয়া ছিলেন অর্ণব৷ শুক্রবার রাতে খুলনার তেঁতুলতলা মোড়ে একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন তিনি৷ প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, আচমকাই মোটরসাইকেল করে চার পাঁচ জন দুষ্কৃতী সেখানে হাজির হয়ে খুব কাছ থেকে অর্ণবকে লক্ষ্য করে গুলি চালায়৷ গুলি লাগবে অর্ণবের মাথায়৷ সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন অর্ণব৷

advertisement

আরও পড়ুন: নদিয়ায় বাংলাদেশ সীমান্তে মাটির নীচে তিন তিনটি গোপন বাঙ্কারের খোঁজ, ভিতরে কী? চমকে উঠল বিএসএফ

স্থানীয় বাসিন্দারাই অর্ণবকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷

খুলনা মহানগর পুলিশের উপকমিশনার মহম্মদ মনিরুজ্জামান জানিয়েছেন, সন্ত্রাসবাদীদের গুলিতে এক পড়ুয়ার মৃত্যু হয়েছে৷ কেন তাঁকে খুন করা হল, তা তদন্ত করে দেখছে পুলিশ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

স্থানীয় সূত্রে খবর, সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির পর তাঁর মুক্তির দাবিতে সরব হন অর্ণব৷ সেই কারণেই তাঁকে খুন হতে হল কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে৷ অভিযুক্তদের গ্রেফতার করার চেষ্টা চলছে বলে জানিয়েছে বাংলাদেশের পুলিশ৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh: মাথা লক্ষ্য করে পর পর গুলি, বাংলাদেশে সংখ্যালঘু ছাত্রের নৃশংস পরিণতি! কেন খুন অর্ণব?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল