TRENDING:

Khaleda Jia Health Update: অত্যন্ত সংকটজনক খালেদা জিয়া, দ্রুত আরোগ্যলাভের বার্তা পাঠালেন পাক প্রধানমন্ত্রী

Last Updated:

খালেদা জিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালে সংকটজনক অবস্থায় আছেন, তাঁর সুস্থতা কামনায় বিএনপি ও পাকিস্তান প্রধানমন্ত্রীসহ অনেকে বার্তা দিয়েছেন. মির্জা ফখরুল স্বাস্থ্য আপডেট দিয়েছেন.

advertisement
ঢাকা: বেশ কিছু সময় ধরেই অত্যন্ত অসুস্থ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া৷ বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এই মুহূর্তে অত্যন্ত সংকটময় বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়া হাসপাতালে ভর্তি রয়েছেন৷ সেখানের চিকিৎসকরা জানিয়েছেন, ‘‘গতকাল রাতে ডাক্তাররা বলেছেন, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক।’’
খালেদা জিয়াকে আরোগ্যলাভের বার্তা পাঠালেন পাক প্রধানমন্ত্রী Photo- Collected
খালেদা জিয়াকে আরোগ্যলাভের বার্তা পাঠালেন পাক প্রধানমন্ত্রী Photo- Collected
advertisement

প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হার্টের রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতা সহ নানা ধরনের বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত রবিবার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকেরা জানান, খালেদা জিয়ার হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে।

আরও পড়ুন – Who is Lauren Bell: ‘এবার ওঁর জন্যেই ডাব্লুপিএল দেখব!’ নেটদুনিয়ায় ঝড় তুলেছেন আরসিবি-র ৯০ লাখি বোলার, লাস্যময়ী লরেনকে চিনে নিন

advertisement

বিএনপির চেয়ারপার্সন ও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বার্তা দিয়েছেন পাকিস্তান প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী।

শুক্রবার রাজধানীর নয়াপল্টন জামে মসজিদে দোয়ার আয়োজনে মির্জা ফখরুল খালেদা জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট দেন৷ খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সারা দেশের মসজিদে মসজিদে প্রার্থনা আয়োজন করে বিএনপি।

নয়াপল্টন মসজিদে মির্জা ফখরুল বলেন, ‘গণতান্ত্রিক উত্তরণে সবচেয়ে বড় অবদান খালেদা জিয়ার। গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য তিনি লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, কারাবরণ করেছেন, নির্যাতিত হয়েছেন। সর্বশেষ তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন। আপনারা জানেন, দু’দিন ধরে তিনি ফের অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। এ জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে গণতন্ত্রের নেত্রী, গণতন্ত্রের মাতা খালেদা জিয়ার রোগমুক্তির জন্য, দোয়া চেয়েছি।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হাওড়ার বোটানিক্যাল গার্ডেনে গাছে ফলছে 'রসগোল্লা'! স্বাদে লাজবাব, মুখে দিলেই...!
আরও দেখুন

এর আগে উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া। ১১৭ দিন লন্ডনে থেকে ৬ মে তিনি দেশে ফেরেন। এরপর একাধিকবার নানা শারীরিক জটিলতায় তাঁকে হাসপাতালে যেতে হয়েছে।

বাংলা খবর/ খবর/বিদেশ/
Khaleda Jia Health Update: অত্যন্ত সংকটজনক খালেদা জিয়া, দ্রুত আরোগ্যলাভের বার্তা পাঠালেন পাক প্রধানমন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল