TRENDING:

Bizarre Wedding: তিন বোন বিয়ে করবেন একজনকেই, আপাতত চলছে সহবাস

Last Updated:

Bizarre Wedding: তিন বোনের মধ্যে কেটের সঙ্গে প্রথম আলাপ হয় স্টিভোর৷ তার পর কেট আলাপ করিয়ে দেন তাঁর দুই বোনের সঙ্গে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তিন বোনের নাম কেট, ইভ এবং মেরি৷ গত বছর কেনিয়ার এই তিন কন্যা বিয়ে করছেন একই যুবককে৷ যুবকের নাম স্টিভো৷ তিনিও জানিয়েছিলেন একসঙ্গে তিন স্ত্রীকে খুশি করা তাঁর কাছে কোনও সমস্যা নয়৷ কিন্তু কী করে সম্ভব এ জিনিস বাস্তবে? তাজ্জব হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া৷ সংবাদ মাধ্যমে প্রকাশিত, গসপেল মিউজিকের একটি কোর্স করার সময় তাঁদের আলাপ৷ আলাপ জমতেই স্টিভো ঠিক করেন বিয়ে করবেন তিনজনকেই৷ আপাতত তাঁরা সহবাস করছেন৷
advertisement

তিন বোনের মধ্যে কেটের সঙ্গে প্রথম আলাপ হয় স্টিভোর৷ তার পর কেট আলাপ করিয়ে দেন তাঁর দুই বোনের সঙ্গে৷ এর পর স্টিভো বুঝতে পারেন তাঁর প্রেম এক তরুণীর জন্য নয়৷ বরং, তিন বোনেরই প্রেমে পড়তে চান তিনি৷ তাঁর উপলব্ধি, তিনি বরাবরই বহুগামী৷ তাই একসঙ্গে তিন স্ত্রীকে পেয়ে ভাগ্যবান৷ তাই বাকিদের কাছে আশ্চর্যজনক হলেও তাঁর কাছে তিন বউকে সামলানো কোনও কঠিন কাজ নয়৷

advertisement

আরও পড়ুন :  সোনার কেল্লার শহরে সূর্যগড়ে কার হাতে সাজছেন কনে কিয়ারা? জেনে নিন বিয়েবাড়ির খবর

কিন্তু কী করে সময় দেন তিন জনকে, সে নিয়েও প্রশ্ন ছিল নেটিজেনদের৷ সেটাও জানিয়েছেন স্টিভো৷ সোমবার মেরির জন্য৷ মঙ্গলবারে কেট এবং বুধবার শুধুই ইভের দিন৷ তিন বোন তথা তিন সতীনও নিজেদের মধ্যে টাইম টেবিল বজায় রাখেন৷ সেই রুটিন মেনেই তাঁরা নিশিযাপন করেন স্টিভোর সঙ্গে৷ তাঁরা নিশ্চিত, স্বামী তাঁদের কাউকেই কষ্ট দেবেন না৷ তাঁরা নিশ্চিত, স্টিভো তাঁদেরই থাকবেন৷ আর কাউকে তাঁদের এই সুখী পরিবারের প্রেমের মাঝে আসতে দেবেন না তাঁরা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

তবে নেটিজেনদের মধ্যে অধিকাংশরই মত, স্টিভো একসঙ্গে তিনজনকে বিয়ে করবেন বলে কাজের কাজ করেননি৷ কারণ সংসার প্রতিপালনে প্রচুর টাকা লাগবে৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
Bizarre Wedding: তিন বোন বিয়ে করবেন একজনকেই, আপাতত চলছে সহবাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল