তিন বোনের মধ্যে কেটের সঙ্গে প্রথম আলাপ হয় স্টিভোর৷ তার পর কেট আলাপ করিয়ে দেন তাঁর দুই বোনের সঙ্গে৷ এর পর স্টিভো বুঝতে পারেন তাঁর প্রেম এক তরুণীর জন্য নয়৷ বরং, তিন বোনেরই প্রেমে পড়তে চান তিনি৷ তাঁর উপলব্ধি, তিনি বরাবরই বহুগামী৷ তাই একসঙ্গে তিন স্ত্রীকে পেয়ে ভাগ্যবান৷ তাই বাকিদের কাছে আশ্চর্যজনক হলেও তাঁর কাছে তিন বউকে সামলানো কোনও কঠিন কাজ নয়৷
advertisement
আরও পড়ুন : সোনার কেল্লার শহরে সূর্যগড়ে কার হাতে সাজছেন কনে কিয়ারা? জেনে নিন বিয়েবাড়ির খবর
কিন্তু কী করে সময় দেন তিন জনকে, সে নিয়েও প্রশ্ন ছিল নেটিজেনদের৷ সেটাও জানিয়েছেন স্টিভো৷ সোমবার মেরির জন্য৷ মঙ্গলবারে কেট এবং বুধবার শুধুই ইভের দিন৷ তিন বোন তথা তিন সতীনও নিজেদের মধ্যে টাইম টেবিল বজায় রাখেন৷ সেই রুটিন মেনেই তাঁরা নিশিযাপন করেন স্টিভোর সঙ্গে৷ তাঁরা নিশ্চিত, স্বামী তাঁদের কাউকেই কষ্ট দেবেন না৷ তাঁরা নিশ্চিত, স্টিভো তাঁদেরই থাকবেন৷ আর কাউকে তাঁদের এই সুখী পরিবারের প্রেমের মাঝে আসতে দেবেন না তাঁরা৷
তবে নেটিজেনদের মধ্যে অধিকাংশরই মত, স্টিভো একসঙ্গে তিনজনকে বিয়ে করবেন বলে কাজের কাজ করেননি৷ কারণ সংসার প্রতিপালনে প্রচুর টাকা লাগবে৷