TRENDING:

Kate Middleton: ক্যানসারে আক্রান্ত যুবরানি কেট! চলছে প্রিভেনটেটিভ কেমোথেরাপি, সাধারণ কেমোথেরাপির চেয়ে কোথায় আলাদা?

Last Updated:

Kate Middleton: ক্যানসারে আক্রান্ত বিট্রিশ রাজবধূ কেট মিডলটন। শুক্রবার নিজেই জানিয়েছেন এই খবর। বর্তমানে তাঁর প্রিভেনটেটিভ কেমোথেরাপি চলছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ব্রিটেন: ক্যানসারে আক্রান্ত বিট্রিশ রাজবধূ কেট মিডলটন। শুক্রবার নিজেই জানিয়েছেন এই খবর। বর্তমানে তাঁর প্রিভেনটেটিভ কেমোথেরাপি চলছে। তবে কী ধরনের ক্যানসার হয়েছে, সে কথা জানাননি কেট। শুধু বলেছেন, ফেব্রুয়ারির শেষ থেকে চিকিৎসা শুরু হয়েছে।
advertisement

কেনসিংটন প্যালেসের প্রকাশিত ভিডিওতে যুবরানি জানান, লন্ডনে তাঁর পেটের অস্ত্রোপচার হয়। তখন ভেবেছিলেন এটা আর যাই হোক ক্যানসার নয়। তিনি বলেন, “অস্ত্রোপচার সফল হয়। কিন্তু অস্ত্রোপচারের পর পরীক্ষায় ক্যানসার ধরা পড়ে”। কেট আরও জানিয়েছেন, ক্যানসার একেবারে প্রাথমিক পর্যায়ে ধরা পড়েছে। চিকিৎসকরা প্রিভেনটেটিভ কেমোথেরাপি শুরু করেছেন।

প্রিভেনটেটিভ কেমোথেরাপি কী: টাইমডটকম সান ফ্রান্সিসোর ক্যালফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মেডিসিনের অধ্যাপক এবং গ্যাস্ট্রোইনটেস্টাইনাল অনকোলজিস্ট ডা. ক্যাথরিন ভন লুন (কেটের চিকিৎসায় যুক্ত নন) উদ্ধৃতি দিয়ে লিখেছে, “প্রিভেনটেটিভ কেমোথেরাপি কোনও মেডিক্যাল টার্ম নয়। এর অর্থ হল, বিভিন্ন ধরনের ক্যানসারের ওষুধ এবং চিকিৎসার বিস্তৃত পরিসর। তবে আমার মনে হয়, সবাই একমত হবে যে তিনি সহায়ক কেমোথেরাপির কথা বলতে চেয়েছেন”।

advertisement

ভ্যান লুন জানিয়েছেন, ক্যানসার রোগীদের জন্য ব্যবহৃত কেমোথেরাপির ওষুধই এই চিকিৎসায় ব্যবহার করা হয়। টাইমডটকমের প্রতিবেদনে লেখা হয়েছে, সহায়ক কেমোথেরাপিতে সার্জনের চোখ এড়িয়ে যাওয়া মাইক্রো ক্যানসার কোষকে নষ্ট করা হয়।

মায়ো ক্লিনিকের হেমাটোলজি এবং অনকোলজি বিভাগের ইন্টেরিম চেয়ারম্যান ডা. জেরেমি জোনস (কেটের চিকিৎসায় যুক্ত নন) ব্যাখ্যা করেন, ক্যানসারের ধরনের উপর চিকিৎসা নির্ভর করে। গবেষণায় দেখা গিয়েছে, অস্ত্রোপচারের পরে তিন থেকে ছয় মাস পর্যন্ত কেমোথেরাপি ক্যানসারের ফিরে আসার ঝুঁকি কমায়। তাঁর কথায়, “এটা অনেক ধরনের ক্যানসার পুনরাবৃত্তির ঝুঁকি কমায়”। ক্যানসারের পর্যায়ের উপর সহায়ক কেমোথেরাপি চলবে কি না তার সিদ্ধান্ত নেওয়া হয়।

advertisement

ক্যানসারের পর্যায় মানে ক্যানসার কোষগুলি লিম্ফ নোড বা শরীরের অন্যান্য অংশে কতটা ছড়িয়ে পড়েছে, তার উপর নির্ধারণ হয়। জোনস জানান, পরবর্তী পর্যায়ে ক্যানসারে সহায়ক কেমো নেওয়া যায় যেখানে ক্যানসার ফিরে আসার ঝুঁকি থাকে।

সাধারণ কেমোথেরাপির থেকে কোথায় আলাদা: মায়ো ক্লিনিকের জোনস বলছেন, অস্ত্রোপচারে ক্যানসার কোষ অপসারণের পর চিকিৎসকরা উন্নত ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত বেশ কয়েকটি পদ্ধতির মধ্যে যে কোনও একটি বেছে নেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

সহায়ক কেমোথেরাপিতে অনেক সময় কম ডোজ দেওয়া হলেও বেশিরভাগ ক্ষেত্রে সাধারণ কেমোথেরাপির মতো একই ডোজ দেওয়া হয়। ইউসিএলএ জোনসন কম্প্রিহেনসিভ ক্যানসার সেন্টারের মহিলা স্বাস্থ্য গবেষণার পরিচালক, ডা. বেথ কার্লান বলছেন, গুরুতর ক্যানসারের চিকিৎসার জন্য নিয়মিত কেমোথেরাপির তুলনায় সহায়ক কেমোথেরাপিতে সংক্ষিপ্ত কোর্সের প্রয়োজন হতে পারে।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Kate Middleton: ক্যানসারে আক্রান্ত যুবরানি কেট! চলছে প্রিভেনটেটিভ কেমোথেরাপি, সাধারণ কেমোথেরাপির চেয়ে কোথায় আলাদা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল