এখনও পর্যন্ত এই ঘটনায় ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়াও ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। বিস্ফোরণের পরেই নিরাপত্তা বাহিনী পৌঁছেছে ঘটনাস্থলে। শুরু হয়েছে উদ্ধারকার্য। পুলিশ সূত্রে খবর, ওই ভ্যানের মধ্যে প্রায় আট জন ছিলেন। তাই মৃতের সংখ্যার বাড়ার আশঙ্কা আছে।
আরও পড়ুন- মাত্র ৮ বছর বয়সেই টয়োটা ফরচুনার চালালো পাকিস্তানের খুদে!
advertisement
এখনও পর্যন্ত যে চারজনের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে ২ জন বিদেশি। এই দুইজন বিশ্ববিদ্যালয়ে (Karachi University) চিনা ভাষা পড়াতেন বলে জানা যাচ্ছে। আহত হয়েছেন অনেকে।
প্রসঙ্গত, বিস্ফোরণের পরে এলাকা ঘিরে ফেলা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান ওই ভ্যানেই ছিল বিস্ফোরক যা ফেটে এই ঘটনা ঘটেছে। তবে ঠিক কীভাবে এই বিস্ফোরণ হল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এটি নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে কোনও সন্ত্রাসবাদী হাত রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। যাঁরা ঘটনায় আহত তাঁদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।