ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য মিলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে একটি মারাত্মক মহামারীর আকার নিয়েছে করোনা ভাইরাস৷ যা প্রায় ১৫ মিলিয়ন আমেরিকানকে সংক্রামিত করেছে এবং মৃত্যু হয়েছে ২৮৫,০০০ জনের। বিশ্বব্যাপী ৬৪৮.২ মিলিয়ন মানুষ কোভিড -১৯ আক্রান্ত হয়েছেন৷
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বাইডেন ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল জেভিয়ার বেসেরাকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বেছে নেন৷এবং রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) প্রধান হিসেবে বেছে নেন রোচেল ওয়ালেনস্কিকে।
advertisement
বাইডেন জানান,তাঁর প্রথম ১০০ দিনে করোনা ভাইরাস শেষ হবে না। তা প্রতিজ্ঞা করাও সম্ভব না। এটি ঠিক করতে সময় লাগবে। তবে তিনি নিশ্চিত যে ১০০ দিনের মধ্যে তাঁরা এই রোগের গতিপথ পরিবর্তন করতে পারবেন৷ রোগটির (করোনাভাইরাস) প্রাদুর্ভাব কমে যাবে এবং আমেরিকানদের জীবনেও পরিবর্তন আসতে শুরু করবে।’
ছোট শিশুদের স্কুলে ফিরিয়ে দেওয়াকে তিনি তাঁর অন্যান্য কাজের মধ্যে অগ্রাধিকার দেবেন বলে জানিয়েছেন । তিনি আরও বলেন, আগামী বছরে, খুব অসুবিধার সাথেই তাঁদের এখনও অনেক কাজ করতে হবে। তবুও ১০০ দিন পরে মহামারীটির বিরুদ্ধে লড়াইয়ে তাঁরা অনেকটা এগিয়ে থাকবেন বলে আশা করেন বাইডেন । তিনি সকলকে পাশে থাকার জন্য আহ্বান করেন৷ আপাতত আর ১০০দিনের জন্য মাস্ক পড়ার অনুরোধ করেন সকলকে ৷
Simli Dasgupta