TRENDING:

Joe Biden Warns Russia: রাশিয়া ইউক্রেনে হামলা চালালে জবাব দিতে তৈরি আমেরিকাও, হুঁশিয়ারি বাইডেনের

Last Updated:

মঙ্গলবার মস্কো দাবি করেছিল, রুশ সেনা তাদের সামরিক সরঞ্জাম সীমান্ত এলাকা ছেড়ে নিজেদের ঘাঁটিতে ফিরে আসছে (Ukraine Crisis)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাইডেন বলেছেন, এই হামলার উত্তর না দিয়ে আমেরিকা থাকতে পারে না।
বাইডেন বলেছেন, এই হামলার উত্তর না দিয়ে আমেরিকা থাকতে পারে না।
advertisement

মঙ্গলবারই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছিলেন, রাশিয়া ইউক্রেনে  যুদ্ধ (Ukraine Crisis) চায় না৷ ইউক্রেন সীমান্ত থেকে রুশ সেনার ফিরে আসার ছবি সামনে এসেছে৷ মার্কিন প্রেসিডেন্ট অবশ্য মনে করছেন, এখনও রাশিয়ার ইউক্রেনের উপরে হামলা চালানোর যথেষ্ট সম্ভাবনাই রয়েছে৷ আর সেরকম পরিস্থিতি তৈরি হলে ইউক্রেনে সেনা পাঠানোর জন্য আমেরিকাও তৈরি বলে স্পষ্ট করে দিয়েছেন বাইডেন৷

advertisement

আরও পড়ুন: ইউক্রেনে যুদ্ধ চায় না রাশিয়া, বড় দাবি পুতিনের! আমেরিকার সঙ্গে আলোচনার বার্তা

মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'বিশেষজ্ঞদের মতে রুশ সেনা এখনও এমন জায়গায় রয়েছে যা যথেষ্টই উদ্বেগের৷ যে পরিস্থিতিই হোক না কেন মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি আছে৷ আমরা কূটনৈতিক আলোচনার জন্যও তৈরি৷ একই সঙ্গে রাশিয়া যদি ইউক্রেনের উপরে হামলা চালায় তাহলে তার যথাযোগ্য জবাব দিতেও আমরা প্রস্তুত৷ আর সেই সম্ভাবনা যথেষ্টই রয়েছে৷'

advertisement

মঙ্গলবার মস্কো দাবি করেছিল, রুশ সেনা তাদের সামরিক সরঞ্জাম সীমান্ত এলাকা ছেড়ে নিজেদের ঘাঁটিতে ফিরে আসছে৷ রুশ সরকারের দাবি, দেশের সেনাবাহিনী পূর্ব পরিকল্পিত মহড়া সারতেই ইউক্রেন সীমান্তে গিয়েছিল৷ মঙ্গলবার জার্মান চান্সেলরের সঙ্গে বৈঠকের পরে যৌথ সাংবাদিক বৈঠকেও মধ্যস্থতার পক্ষেই ইঙ্গিত দিয়েছিলেন পুতিন৷

যদিও ওয়াশিংটন রাশিয়াকে এখনই বিশ্বাস করতে রাজি নয়৷ রাশিয়া যে সত্যিই উত্তেজনা প্রশমন উদ্যোগী হয়েছে, সেই প্রমাণ চায় তারা৷ কারণ গত সপ্তাহের শেষ দিক জুড়ে ইউক্রেনে আক্রমণ করার হুমকি শোনা গিয়েছিল মস্কোর তরফে৷

advertisement

আরও পড়ুন: মার্কিন নাগরিকদের ইউক্রেন ছাড়তে নির্দেশ আমেরিকার, রাশিয়া নিয়ে চরম সতর্কতা

গত শনিবারই ইউক্রেন সংকট নিয়ে সরাসরি পুতিনের সঙ্গে কথা হয়েছিল বাইডেনের৷ তখনও কূটনৈতিক পথেই সমস্যা সমাধানের প্রস্তাব দিয়েছিলেন মার্কিন রাষ্ট্রপতি৷ পুতিন দাবি করেছিলেন, আমেরিকা, ন্যাটো বা ইউক্রেনকে নিয়ে রাশিয়ার উদ্বেগের কোনও কারণ নেই৷ তিনি বলেছিলেন, 'রাশিয়ার নাগরিকদের বলছি, আপনারা আমাদের শত্রু নন৷ আমি এটাও বিশ্বাস করি না যে আপনারা ইউক্রেনের বিরুদ্ধে রক্তক্ষয়ী, ধ্বংসাত্মক যুদ্ধ চান৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

গোটা ইউরোপ জুড়েই আমেরিকা নিরাপদ পরিবেশ গড়ে তুলতে উদ্যোগী হয়েছে বলে দাবি করেছিলেন বাইডেন৷ তিনি জানিয়েছিলেন, প্রতিটি দেশেরই সার্বভৌমত্ব এবং আঞ্চলিক নিরাপত্তা সুনিশ্চিত করার অধিকার রয়েছে৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Joe Biden Warns Russia: রাশিয়া ইউক্রেনে হামলা চালালে জবাব দিতে তৈরি আমেরিকাও, হুঁশিয়ারি বাইডেনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল