TRENDING:

Jaya Ahsan : ‘সিগারেট খাও, নাকি কিঞ্চিৎ কালো ঠোঁট’? ফের আজব ট্রোলের শিকার জয়া আহসান...

Last Updated:

Jaya Ahsan : সোমবারের সকাল সকাল মর্নিং গ্লো দেখিয়ে সাদা থ্রি কোয়ার্টার শার্ট আর নীল প্রিন্টেড ডঙ্গরি পরে ছবি দিয়েছিলেন জয়া। সঙ্গে পায়ে ছিল সাদা স্নিকার্স। চুল মাথার ওপরে টপ নট করে বাঁধা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা : দুই বাংলায় সমান জনপ্রিয় ও চর্চিত অভিনেত্রী তিনি। রূপে ও গুনে তাঁকে টেক্কা দেয় টলিপাড়ায় এমন মুখ হাতে গোনা। বয়স যাই হোক, দেখে এখনও তাঁকে কলেজ স্টুডেন্টই মনে করেন জয়া আহসানের অনুরাগীরা। এহেন ডাকসাইটে অভিনেত্রীকেও কিন্তু ছাড়ে না সোশ্যাল মিডিয়ার ট্রোলাররা। নেট-মাধ্যমে ছবি দিলেই নানান প্রশ্ন ও কদর্য মন্তব্যের মুখোমুখি হতে হয় জয়া-কে।
advertisement

এদিন সোমবারের সকাল সকাল মর্নিং গ্লো দেখিয়ে সাদা থ্রি কোয়ার্টার শার্ট আর নীল প্রিন্টেড ডঙ্গরি পরে ছবি দিয়েছিলেন জয়া। সঙ্গে পায়ে ছিল সাদা স্নিকার্স। চুল মাথার ওপরে টপ নট করে বাঁধা। মিনিমাল মেকআপের সঙ্গে ডার্ক ব্রাউন রঙের লিপস্টিক পরেছিলেন অভিনেত্রী। আর তাতেই এই কটাক্ষ। এক নেট-নাগরিক লিখেছেন, ‘সিগারেট খাও নাকি! কিঞ্চিৎ কালো ঠোঁট’। প্রসঙ্গত, জয়া এই ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছিলেন, ‘চারপাশের নিস্তব্ধতার মাঝে এখনও কেউ কেউ জীবনের শান্তি খুঁজে পায়।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

পদ্মা-পাড়ের অভিনেত্রী জয়া আহসানের অভিনয় দক্ষতা বাংলার দর্শকদের ইতিমধ্যেই মন জয় করেছে। ভারতীয় একধিক জনপ্রিয় ছবিতে কাজ করেছেন তিনি। ‘ঈগলের চোখ’, ‘রাজকাহিনী’, ‘বিসর্জন’, ‘দেবী’, ‘বিজয়া’, ‘কণ্ঠ’-দিয়ে মন জয় করেছেন বাংলার মানুষের। কেরিয়ার শুরু করেছিলেন বাংলাদেশের ঢাকায় মডেলিং দিয়ে। ২০০৪ সালে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর 'ব্যাচেলর' ছবি দিয়ে অভিনয়ের দুনিয়ায় পা রাখেন জয়া। পরবর্তীকালে নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত 'গেরিলা' ছবিতে বিলকিস বানু চরিত্রে অভিনয় করে ২০১২ সালে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পান জয়া। তারপর আর ফিরে তাকাতে হয়নি। এরপর তো ভারতেও ঘাঁটি গেড়েছেন।সামাজিক মাধ্যমে প্রায়শই নিজের ছবি পোস্ট করে থাকেন অভিনেত্রী। রোজনামচার টুকটাক তুলে ধরেন সকলের জন্য। ট্রোলারদের পাত্তা দেন না একেবারেই।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Jaya Ahsan : ‘সিগারেট খাও, নাকি কিঞ্চিৎ কালো ঠোঁট’? ফের আজব ট্রোলের শিকার জয়া আহসান...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল