এক্স পোস্টে জয়শঙ্কর জানিয়েছেন, ইরান ও ইজরায়েলের মধ্যে বর্তমান উত্তেজনা নিয়ে দুই দেশের বিদেশমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে। ইরানের বিদেশমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানকে তিনি যুদ্ধ এড়ানোর পরামর্শ দিয়েছেন।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জয়শঙ্কর লিখেছেন, “আজ সন্ধ্যায় ইরানের বিদেশমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে কথা হল। ১৭ জন ভারতীয় ক্রু সদস্যের মুক্তি নিয়ে আলোচনা হয়েছে। এলাকার বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেছি। উত্তেজনা এড়ানো, সংযম এবং কূটনীতিতে ফিরে আসার গুরুত্বের উপর জোর দেওয়া হয়েছে’। জয়শঙ্কর ইজরায়েলের বিদেশমন্ত্রীর সঙ্গেও কথা বলেন। বর্তমান পরিস্থিতি নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা হয়।’’
advertisement
প্রসঙ্গত, গত শনিবার হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় ইজরায়েলের এমএসসি অ্যারিস জাহাজকে আটক করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডরা। কন্টেনার জাহাজটি মুম্বইয়ের নাভা শেভা বন্দরের দিকে যাচ্ছিল। জাহাজে ১৭ জন ভারতীয় ক্রু রয়েছেন।
এর আগে ইজরায়েলে মিসাইল এবং ড্রোন হামলা চালায় ইরান। ঘটনাকে ‘গভীর উদ্বেগের বিষয়’ বলে মন্তব্য করেছিলেন জয়শঙ্কর। ইন্ডিয়া টুডে-কে তিনি বলেছিলেন, “গভীর উদ্বেগের বিষয়। এতে উত্তেজনা আরও বাড়বে। আমরা সবাই উদ্বিগ্ন”। সঙ্গে তিনি যোগ করেন, “৭ অক্টোবর ইজরায়েলের উপর হামলা হয়। ওই অঞ্চলে উত্তেজনা বাড়তে থাকে। ফলে আমরা উদ্বিগ্ন। ওখানে ভারতের বিশেষ অংশীদারিত্ব রয়েছে”।
আরও পড়ুন: আশঙ্কা সত্যি হল! ইজরায়েলে মিসাইল ও ড্রোন হামলা শুরু ইরানের
জয়শঙ্কর আরও জানিয়েছেন, ভারত গোটা পরিস্থিতির উপর নজর রাখছে। ইরান ও ইজরায়েলে বসবাসরত ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ইন্ডিয়া টুডে-কে বিদেশমন্ত্রী বলেন, “এই মুহূর্তে ইজরায়েল এবং ইরান ভ্রমণে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যাঁরা ইতিমধ্যেই সেখানে আছেন, তাঁদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। যদি পরামর্শ বা পদক্ষেপের প্রয়োজন হয়, আমরা করব।”
অন্যদিকে, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা হওয়ার পরেই ইরান জানিয়েছে, পারস্য উপসাগরের হরমুজ় প্রণালিতে তাদের হাতে আটক জাহাজে থাকা ভারতীয়দের সঙ্গে নয়াদিল্লির প্রতিনিধিদের দেখা করতে দেওয়া হবে। ওই জাহাজে ২৫ জন কর্মীর মধ্যে ১৭ জনই ভারতীয়। জাহাজটি ইরানের হাতে আটক হওয়ার পর থেকেই তেহরানের সঙ্গে যোগাযোগ রেখেছে নয়াদিল্লি।