Iran attack on Israel: আশঙ্কা সত্যি হল ! ইজরায়েলে মিসাইল ও ড্রোন হামলা শুরু ইরানের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
ইজরায়েলের উপর ড্রোন হামলা শুরু করল ইরান ৷ শনিবার গভীর রাতেই জেরুজালেমের উপর এয়ার সাইরেন শোনা যায় ৷ এবং সংবাদসংস্থার খবর অনুযায়ী, ইজরায়েলের উপর ড্রোন এবং মিসাইল হামলা চালায় ইরান ৷
তেল আভিভ: ৪৮ ঘণ্টার মধ্যে ইজরায়েলে হামলা চালাতে পারে ইরান ৷ এই খবর আগের থেকেই ছিল ৷ শেষপর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হল ৷ ইজরায়েলের উপর ড্রোন হামলা শুরু করল ইরান ৷ শনিবার গভীর রাতেই জেরুজালেমের উপর এয়ার সাইরেন শোনা যায় ৷ সংবাদসংস্থার খবর অনুযায়ী, ইজরায়েলের উপর ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল হামলা চালায় ইরান ৷
জেরুজালেমে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ ইতিমধ্যেই শোনা গিয়েছে। তবে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই ধ্বংস করতে প্রস্তুত ইজরায়েলের বিখ্যাত ‘আয়রন ডোম’ মিসাইল ডিফেন্স সিস্টেমও।
Jordan’s air defence ready to shoot down any Iranian aircraft that violate its airspace, reports Reuters.
— ANI (@ANI) April 13, 2024
advertisement
advertisement
হামলার কথা স্বীকার করেছে ইজরায়েলি সেনা। এদিন টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ইজরায়েলি ফৌজের মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি। তিনি বলেন, “ইরান ড্রোন ও মিসাইল হামলা শুরু করেছে। আমরা সব ধরনের পরিস্থিতির জন্য তৈরি।” এই হামলার তীব্র নিন্দা করেছে ব্রিটেন ও ফ্রান্স। ইরাক ও সিরিয়ায় ইরানি ড্রোন বা মিসাইল দেখলেই তা ধ্বংস করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের টাইফুন যুদ্ধবিমানগুলোকে। জর্ডনের এয়ার ডিফেন্সকেও তৈরি থাকতে বলা হয়েছে, যদি কোনও ইরানীয় বিমানকে তাদের আকাশসীমার উপর দিয়ে উড়তে দেখা যায়, তাহলে সঙ্গে সঙ্গে যেন সেগুলি ধ্বংস করা হয় ৷
advertisement
Prime Minister of the United Kingdom Rishi Sunak releases a statement on Iran’s attack on Israel. pic.twitter.com/tghdS8MfnE
— ANI (@ANI) April 13, 2024
advertisement
হামাসের সঙ্গে ইজরায়েলের সংঘাতের মধ্যে প্রথম থেকেই জড়িয়ে পড়ে ইরান। ইজরায়েল এবং ইরান এতদিন পর্যন্ত সরাসরি যুদ্ধে না গেলেও দু’দেশের মধ্যে চাপানউতর চলছিল কয়েক দিন ধরেই। আগুনে ঘি ঢালার কাজ করে সিরিয়ার রাজধানী দামাস্কাসে অবস্থিত ইরানি দূতাবাসে ইজরায়েলের হামলা ৷ ওই ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হয় সাত জনের, যাঁদের মধ্যে ছিলেন ইরানের সামরিক বাহিনীর দুই জেনারেলও। এরপরই ইজরায়েলের বিরুদ্ধে সরাসরি হামলা চালানো শুরু করল ইরান ৷ যদিও এই ড্রোন এবং ক্ষেপণাস্ত্রগুলি ইজরায়েলের কোথায় আঘাত হেনেছে, তা এখনও স্পষ্ট জানা যায়নি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 14, 2024 7:24 AM IST