আন্তর্জাতিক স্তরে মারিও দ্রাগি একজন জনপ্রিয় রাষ্ট্রনায়ক। সেই তাঁকে বৃস্পতিবার পদত্যাগপত্র তুলে দিতে হল সে দেশের প্রেসিডেন্ট সার্গিও মাটারেলার কাছে। মনে করা হচ্ছে, আরও অনেক দেশের মতোই ইতালিতেও অকাল নির্বাচন আয়োজিত হতে চলেছে। আপাতত ইতালির সংসদ ভেঙে দেবেন রাষ্ট্রপতি। তার পর সেপ্টেম্বরের গোড়ায় বা অক্টোবরে সে দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে তার আগে পর্যন্ত কাজ চালানোর জন্য দফতর সামলাবেন দ্রাগি।
advertisement
আরও পড়ুন - ফের তাক লাগাল নাসা! এবার রামধনু রঙের 'বামন' গ্রহের ছবি ভাইরাল!
ইতালিতে নতুন করে দক্ষিণপন্থী শক্তির উত্থানের সম্ভাবনা তৈরি হয়েছে দ্রাগির পদত্যাগের ফলে। দক্ষিণপন্থী জোটের নেতৃত্বে রয়েছে মেলোনি। পোস্ট-ফ্যাসিস্ট ব্রাদারস অফ ইতালি ক্ষমতা দখল করতে পারে সে দেশের। ২০২১ সালে, কোভিডের ভয়ানক পরিস্থিতির মধ্যে দেশে সরকার গঠন করেন দ্রাগি। সঙ্গে ছিল বেশ কয়েকটি দল। কিন্তু রাজনৈতিক পরিস্থিতি ক্রমে পাল্টে যেতে শুরু করে, আর তাতেই শেষ পর্যন্ত ক্ষমতার কাছাকাছি পৌঁছে যায় ব্রাদারস অফ ইতালি। এখন মনে করা হচ্ছে, নির্বাচনে সহজ জয় পাবে এই দল।
আরও পড়ুন- কেন্দ্র সরকারের চাকরিতে ১০ লক্ষ শূন্যপদ! ১৮ মাসে ব্যাপক নিয়োগের আশ্বাস মোদির!
দ্রাগি নিজে বার বার সেনেটে জিজ্ঞাসা করেছেন, সরকার গঠন করতে সেনেট তৈরি কি না। সে দেশের সংবাদ মাধ্যমে লেখা হয়েছে, দ্রাগি বলেছিলেন, কোভিড পরবর্তী সময়ে যখন ক্রমাগত সঙ্কটের মধ্যে দিয়ে চলছে, দেশ থেকে মুদ্রাস্ফীতির প্রকোপ, তখন একটি শক্তিশালী সরকার প্রয়োজন। সেই কারণেই সরকার বাঁচাতে ফোর্জা ইতালি, গিল ও ফাইভ স্টার মুভমেন্ট নামে তিনটি দলের সমর্থন চেয়েছিলেন, কিন্তু তাঁরা সমর্থন করতে চায়নি। তাঁরা জানিয়েছে, দ্রাগির সঙ্গে একসঙ্গে আর কাজ করা সম্ভব নয় সেই কারণেই ভোটাভুটিতে বর্তমান প্রধানমন্ত্রীর বিরোধিতা করেছেন তাঁরা। তাতেই হয়েছে বিপত্তি।