গাজা যুদ্ধ চলাকালীনই গ্যালান্ট এবং নেতানিয়াহুর মধ্যে মতবিরোধ প্রকাশ্যে চলে এসেছিল। তবে বিপদের সময় প্রতিরক্ষামন্ত্রীকে সরাননি তিনি। এর আগে ২০২৩ সালের মার্চ মাসে গ্যালান্টকে সরানোর একটা চেষ্টা করেছিলেন। কিন্তু তাঁর এই সিদ্ধান্তে জনমানসে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টাও ধামাচাপা পড়ে যায় সেখানেই।
advertisement
মঙ্গলবার যখন মার্কিন মুলুকে রাষ্ট্রপতি নির্বাচন চলছে, ঠিক সেই সময়ই ভিডিও বার্তায় ইয়াভ গ্যালান্টকে অপসারণের ঘোষণা করেন বেঞ্জামিন নেতানিয়াহু। ইজরায়েলের বর্তমান বিদেশমন্ত্রী ইজরায়েল কাটজ পরবর্তী প্রতিরক্ষামন্ত্রী হচ্ছেন। তাঁর জায়গায় বিদেশমন্ত্রীর দায়িত্ব সামলাবেন গিদিয়ন সায়ার।
গ্যালান্টকে কেন সরিয়ে দেওয়া হল? তার কারণ জানিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, “ইজরায়েলের প্রধানমন্ত্রী হিসাবে আমার দায়িত্ব হল, সবার আগে ইজরায়েলের নিরাপত্তা রক্ষা করা এবং দেশকে চূড়ান্ত জয়ের দিকে নিয়ে যাওয়া।”
এরপর তিনি বলেন, “যুদ্ধের সময় প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে পারস্পরিক বিশ্বাস এবং আস্থা থাকাটা গুরুত্বপূর্ণ। প্রথম দিকে আমাদের মধ্যে এই আস্থা ছিল। সেই সময় আমরা অনেক কিছু অর্জন করেছি। কিন্তু দঃখজনক বিষয় হল, গত কয়েক মাসে আমার এবং প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে সেই আস্থায় ঘাটতি দেখা দিয়েছে।”
নেতানিয়াহু সরাসরি বলেছেন, “ক্যাম্পেন ম্যানেজমেন্টে গ্যালান্টের সঙ্গে আমার গুরুতর মতপার্থক্য হচ্ছে।” সঙ্গে তিনি যোগ করেছেন, “আমি মতপার্থক্য মেটানোর চেষ্টা করেছি। কিন্তু লাভ হয়নি। উল্টে আরও বেড়েছে। এই সব বিষয় এমনভাবে প্রকাশ্যে এসেছে যা মোটেই অভিপ্রেত নয়। দুঃখজনক বিষয় হল, শত্রুরা এই পরিস্থিতির সুযোগ নিয়েছে।”
আরও পড়ুনE-Cycle: একবারের ইনভেস্টমেন্ট, তাও অনেক সস্তা! জীবনভর জলের দরে চলবে এই দু’চাকা
এদিকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়ে যুদ্ধবন্দীদের ফিরিয়ে আনার উপর জোর দিয়েছেন ইজরায়েল কাটজ। তিনি বলেন, “প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি কৃতজ্ঞ, তিনি আমার উপর আস্থা রেখেছেন। ইজরায়েল এবং তার নাগরিকদের নিরাপত্তা এবং রক্ষা করাই আমার মিশন। আমরা একসঙ্গে কাজ করব। শত্রুদের হারিয়ে যুদ্ধে জিততে হবে। গাজায় হামাসের ধ্বংস, লেবাননে হিজবুল্লাহর পরাজয়, ইরানি আগ্রাসন রোধ এবং অপহৃতদের সুস্থ শরীরে ফিরিয়ে আনাই এখন লক্ষ্য।”
আচমকা গ্যালান্টকে সরিয়ে দেওয়ায় নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছে ইজরায়েলের বিরোধী দলের নেতা ইয়ায়ির ল্যাপিড। তিনি বলেছেন, “যুদ্ধের মাঝখানে প্রতিরক্ষামন্ত্রীকে সরিয়ে দেওয়া মানসিক অস্থিরতার লক্ষণ। রাজনৈতিক উদ্দেশ্যে দেশের নিরাপত্তা এবং আইডিএফ যোদ্ধাদের বিক্রি করে দিচ্ছেন নেতানিয়াহু।” এই সিদ্ধান্তের প্রতিবাদে সকল দেশপ্রেমিক ইজরায়েলিকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন তিনি।