যুদ্ধক্ষেত্রের বেশকিছু ফুটেজের সঙ্গেই একটি ভিডিও প্রকাশ করেছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান। যার মধ্যে ৮ অক্টোবর খাইবার পাখতুনখোয়ার কুররামে একটি অ্যামবুশের যুদ্ধক্ষেত্রের ফুটেজ রয়েছে। যেখানে TTP দাবি করেছে যে, ২২ জন পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে। ভিডিওগুলোতে বন্দী গোলাবারুদ এবং যানবাহনও দেখানো হয়েছে। এদিকে, পাকিস্তানি সরকারি রেকর্ডে কম ক্ষয়ক্ষতির কথা বলা হয়েছে। সেনাবাহিনী স্বীকার করেছে যে আক্রমণে ১১ জন সৈন্য নিহত হয়েছে।
advertisement
সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, একটি ক্লিপে, পাকিস্তানি কর্মকর্তাদের দ্বারা কমান্ডার কাজিম নামে পরিচিত এক সিনিয়র TTP সদস্য ক্যামেরার সামনে সরাসরি হুমকি দেন পাক সেনা প্রধান আসিম মুনিরের উদ্দ্যেশ্যে। আসিম মুনিরকে হুমকি দিয়ে ওই সদস্যকে বলতে শোনা যায়, ‘‘তুমি যদি পুরুষ হও তবে আমাদের মুখোমুখি হও’’। কাজিমকেই আরও বলতে শোনা যায়, ‘‘মাতৃদুগ্ধ পান করে থাকলে এসে আমাদের সঙ্গে লড়াই কর।’’ কাজিমই সেই একই ব্যক্তি, যার উপর পাকিস্তানি কর্তৃপক্ষ ১০ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছিল।
প্রসঙ্গত, তালিবান ২০২১ সালে কাবুলে ক্ষমতায় ফেরার পর এই প্রথম দুই দেশের মধ্যে এত বড় সীমান্ত সংঘাত দেখা যায়। অক্টোবরের মাঝামাঝি সময়েই কাতারের রাজধানী দোহায় আয়োজিত শান্তি বৈঠকে পাকিস্তান ও আফগানিস্তান অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে সম্মত হয়।